দেশ

গার্হস্থ্য হিংসা মামলায় অহেতুক যুক্ত করা যাবে না পরিবারের সদস্যদের: সুপ্রিম কোর্ট

Family members cannot be unnecessarily implicated in domestic violence cases: Supreme Court

Truth Of Bengal: গার্হস্থ্য হিংসা মামলায় অভিযুক্তের পরিবারের সদস্যদের অহেতুক যুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আইনের নির্দিষ্ট ধারায় অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত এবং মামলাগুলিকে সংবেদনশীলতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন।

তেলেঙ্গানার একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানিতে বিচারপতি বি ভি নাগারত্ন ও এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়। বিচারপতিরা জানান, এই ধরনের মামলায় আবেগের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় শ্বশুরবাড়ির এমন সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়, যারা হয়তো ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “গার্হস্থ্য হিংসা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ধারাগুলি যতদূর সম্ভব নির্দিষ্ট হওয়া উচিত। সবার বিরুদ্ধে নির্বিচারে মামলা দায়ের করলে আইনের অপব্যবহারের সম্ভাবনা থেকে যায়।”

তেলেঙ্গানার এক মহিলা শ্বশুরবাড়ির বিরুদ্ধে হিংসার অভিযোগ করেন। মামলার অভিযুক্তদের পরিবারের সদস্যরা হাই কোর্টে অভিযোগ থেকে অব্যাহতি চাইলে সেই আবেদন খারিজ হয়। পরে তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করেন। শীর্ষ আদালত সেই মামলায় অভিযুক্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা বাতিলের নির্দেশ দেয় এবং এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে।

Related Articles