দেশ
Trending

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে পোশাকবিধি, ঢাকা পোশাক পরলে তবেই মিলবে অনুমতি

Dress code to enter Jagannath temple in Puri, permission will be given only if covered clothes are worn

The Truth Of Bengal: পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাক বিধির নির্দেশিকা আগেই জারি হয়েছিল। পয়লা জানুয়ারি থেকে ঘোষিত ড্রেস কোড মেনে চললে তবেই দর্শনের সুযোগ মিলেছে পুণ্যার্থীদের। শরীরের সমস্ত অংশ ঢাকা পোশাক পরলে তবেই একমাত্র মন্দিরে ঢোকার সুযোগ মিলেছে। অর্থ্যাৎ মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের শালীন পোশাক পরতে হবে।

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবশের ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। অশালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এমনকি পান, গুটখা জাতীয় কোন দ্রব্য  খেয়ে মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পূর্ব ঘোষিত নির্দেশিকা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ঘোষিত ড্রেস কোড মেনে চললে তবেই দর্শনের সুযোগ মিলেছে পুণ্যার্থীদের। উল্লেখ্য, ২০২১ সালের ২০ অক্টোবর শ্রীজগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ড্রেস কোড নিয়ে একটি বিশেষ গাইডলাইন প্রকাশ করা হয়। তাতে বলে দেওয়া হয়, মন্দিরে ছেঁড়া জিনস, হাতাকাটা জামা অথবা হাফ প্যান্ট বরদাস্ত করা হবে না। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এমন  পোশাক পরাও নিষিদ্ধ হবে পুরীর মন্দিরে।মন্দির কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, “মন্দিরের পবিত্রতা বজায় রাখা তাদের কর্তব্য। নির্দেশিকা মতোই বছরের প্রথম দিন থেকেই অত্যন্ত কড়া হাতে বজায় রাখতে দেখা গিয়েছে মন্দির কর্তৃপক্ষকে। এমনকি কোনও ভক্তকেই পান-গুটখা মুখে নিয়ে মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

ছেঁড়া জিন্স, স্লিভলেস জামা, স্কার্ট অথবা হাফ প্যান্টের মতো ‘অশালীন’ পোশাক পরিহিত কোনও ভক্তকেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শরীরের সমস্ত অংশ ঢাকা পোশাক পরলে তবেই একমাত্র মন্দিরে ঢোকার সুযোগ মিলেছে। অর্থ্যাৎ মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের শালীন পোশাক পরতে হবে। পুরুষদের ক্ষেত্রে ধুতি ও গামছা পরে প্রবেশ করতে হবে এবং মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ পরতে হবে। সেইমতোই এদিন মন্দিরে প্রবেশরত ভক্তদের তেমন পোশাকেই দেখা যায়।

Free Access

Related Articles