কেদারনাথে যাওয়ার পথে বিপত্তি, আছড়ে পড়ল হেলিকপ্টার, দেখুন সেই ভিডিয়ো
Difficulty on the way to Kedarnath due to mechanical failure, the helicopter Fall out

The Truth Of Bengal : যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় কেদারনাথে যাওয়ার পথে একটি চপারকে জরুরি অবতরণ করায় বিমানচালক। চপারে মোট ৭জন যাত্রী ছিলেন। আচমকা চপারে বিপত্তি বাধায় তড়িঘড়ি চপারটিকে অবতরণ করানো হয়।কেদারনাথ হেলিপ্যাড থেকে ১০০মিটার দূরে এই চপারটিকে নামানো হয়। জানা গেছে, ৬জন যাত্রীও বিমানচালক সুরক্ষিত রয়েছেন। ভিডিয়োয় দেখা যায়, চপারের লেজে ধাক্কা লাগায় বিপত্তি হয়। জরুরি অবতরণ করানো হয় চপারটিকে। সেই সময় পাক খেতে খেতে আছড়ে পড়ে পাহাড়ের ঢালে। সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠেন মানুষজন।
A Leonardo A119 Koala helicopter owned by Kestrel Aviation, Callsign VT-CLR, lost control at about 0700h today morning as it approached the Kedarnath Helipad for landing in Uttarakhand.
It was a miraculous escape for the crew and the six passengers onboard the helicopter.
The… pic.twitter.com/9oMEUhDtZY— Ashok Bijalwan अशोक बिजल्वाण 🇮🇳 (@AshTheWiz) May 24, 2024
সাধারণ যাত্রী থেকে বিমানের কর্মীদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক জানিয়য়েছেন, কেস্ট্রেল অসামরিক বিমান পরিবহণের বিমানটি সিরসি হেলিপ্যাড থেকে কেদারনাথ ধামের দিকে যাচ্ছিল। সকাল ৭টা নাগাদ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় বিমানটিকে মাটিতে অবতরণ করানো হয়।
উল্লেখ্য,এবছর ১০মে চারধাম যাত্রা শুরু হয়েছে। গঙ্গোত্রী,যমুনোত্রী,কেদারনাথের মন্দির খোলা হয়েছে। বদ্রিনাথের দরজা খোলা হয় ১২মে। চারধাম যাত্রা হিন্দুদের কাছে আলাদা আধ্যত্মিক তাত্পর্য বহন করছে। সাধারণত এপ্রিল-মে মাস থেকে অক্টোবর-নভেম্বরের মধ্যে এই চারধাম যাত্রার ব্যবস্থা করা হয়। তাই তীর্থযাত্রীদের অনেকেই আকাশপত্রে পবিত্র স্থানে যাবার চেষ্টা করেন। এরমাঝে এই কপ্টার দুর্ঘটনার মুখে পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি করেছে।