দেশ

বহুজন সমাজ পার্টি ছাড়লেন দানিশ, বিজেপিকে রুখতে হাত ধরলেন কংগ্রেসের

Danish left Bahujan Samaj Party

The Truth of Bengal: বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাইছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। দুই দলের পাল্লাভারী উত্তরপ্রদেশে।সেই জায়গায় বহুজন সমাজ পার্টি আলাদা লড়ায় বিজেপি বিরোধীদের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ধর্মনিরপেক্ষ শিবিরের শক্তি অক্ষুন্ন রাখতে এবার মায়াবতীর বহুজন সমাজ পার্টি ছেড়ে দিলেন দানিশ আলি। বুধবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন দানিশ।

বহুজন সমাজ পার্টির সাংসদকে সাসপেন্ড করেছিল বসপা নেতৃত্ব। দিন কয়েক আগেই দিল্লিতে ১০ জনপথে সনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন তিনি। তার পর  দানিশের কংগ্রেসে যোগ দেওয়ার এই ঘটনা উত্তরপ্রদেশে কংগ্রেসের শক্তি বাড়াল বলে দলের নেতারা মনে করছেন।বিহারের পাপ্পু যাদবের মতো দানিশের এই দলবদল বিজেপির বিরুদ্ধে লোকসভার লড়াইকে অক্সিজেন জোগাবে বলে কংগ্রেসের অভিমত।

Related Articles