দেশ

সব রাজ্যকে করের টাকার অতিরিক্ত কিস্তি মেটাল কেন্দ্র, বেশি পেল উত্তরপ্রদেশ

central government gave additional installments of tax money to all states

The Truth of Bengal: রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র। সব মিলিয়ে ৭২ হাজার ৯৬১ কোটি ২১ লক্ষ টাকা রাজ্যগুলিকে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এর আগে গত ১১ ডিসেম্বর এই খাতে টাকা দিয়েছিল কেন্দ্র। ফের ১০ জানুয়ারি দেবে। তার আগে অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্রীয় সরকার। তবে এই টাকা কেন্দ্রের কাছে রাজ্যগুলির পাওয়া বকেয়া টাকার অংশ নয়। কর বাবদ রাজ্যের যে পাওনা তার একটি অতিরিক্ত কিস্তি এই টাকা।

অতিরিক্ত কিস্তির কত টাকা পেল কোন রাজ্য—

  • রাজ্যগুলিকে দেওয়া হয়েছে ৭২ হাজার ৯৬১ কোটি ২১ লক্ষ টাকা।
  • উত্তরপ্রদেশ পেয়েছে ১৩ হাজার ৮৮ কোটি ৫৮ লক্ষ টাকা।
  • দ্বিতীয় স্থানে থাকা বিহার পেয়েছে ৭ হাজার ৩৩৮ কোটি টাকা।
  • তৃতীয় স্থানে থাকা মধ্যপ্রদেশ পেয়েছে ৫ হাজার ৭২৭ কোটি টাকা।
  • চতুর্থ স্থানে থাকা বাংলা পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা।

প্রসঙ্গত, কর কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে, অনেকগুলি মানদণ্ড দিয়ে তা ঠিক করা হয়। তার মধ্যে অন্যতম রাজ্যের জনসংখ্যা। আর সেই জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি টাকা পেল উত্তরপ্রদেশ। কাঠামোর টাকার রুটির প্রাপ্য দেওয়া হলেও কেন্দ্রের কাছে এখন অনেক টাকা পাওনা আছে পশ্চিমবঙ্গের। কেন্দ্রের কাছে রাজ্য মোট ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles