দেশ
Trending

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে আটক বিজেপি কর্মী,

BJP workers Arrested in Bengaluru Blasts

The Truth Of Bengal: বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় এবার আটক এক বিজেপি কর্মী। এই মামলায় ধৃত দুই সন্দেহভাজনের কাছ থেকে এনআইএ তদন্তকারী অফিসাররা জানতে পারেন ওই বিজেপি কর্মীর নাম। বর্তমানে ওই বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।

মার্চের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুর এক রেস্তোরাঁতে। ঘটনায় আহতের সংখ্যা ১০।  দিনটা ছিল ১ মার্চ। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল এই বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছিল আইইডি বিস্ফোরণ। ক্যাফের বেশকিছু জায়গা ক্ষতিগ্রত হয়। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। কার্যত শিউরে উঠেছিল গোটা দেশ। বিস্ফোরণটির তদন্তভার যায়, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে। তারপর দুই জনকে আটক করেছিল এনআইএ। যাদের মধ্যে রয়েছে কাউল বাজারের এক বস্ত্র ব্যবসায়ী ও ভারতের ইসলামিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন পিএফআই এর সক্রিয় সদস্য। ক্যাফেতে বোমা রেখে যাওয়া ব্যক্তিকে উস্কানি দেয় এই পিএফআই সদস্য। এবার সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটক হন এক বিজেপি কর্মী।

সূত্রের খবর, গত সপ্তাহ থেকে এই ঘটনায় জড়িত ধৃত দুই সন্দেহভাজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। ওই দুই ধৃতই মোবাইলের দোকানে কাজ করতেন বলে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বিজেপি কর্মী সাই প্রসাদের নাম। ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। কর্নাটকের কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করে বলেছেন, এবার গেরুয়া শিবিরের সমর্থরা কী বলবেন? বিজেপি কর্মী সাই প্রসাদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ।

 

Related Articles