স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছে যৌনব্যবসা! ভোপালে কী কাণ্ড
Bhopal cops raid 18 spa centres bust sex racket

Truth Of Bengal: স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছে সেক্স ব়্যাকেট! ভোপালের বিভিন্ন স্পা সেন্টারে হানা দিয়ে পুরুষ ও মহিলা সহ মোট ৬৮ জনকে গ্রেফতার করল পুলিশ।
এই বিষয় এক পুলিশ আধিকারিক জানান, তারা খবর পেয়েছিলেন শহরের বেশকিছু স্পা সেন্টারে যৌনব্যবসা চলছে। তারপরেই ওই সেন্টারগুলোকে চিহ্নিত করা হয়। শনিবার সেই স্পা সেন্টারগুলোতে তল্লাশি চালায় পুলিশ। এদিন প্রায় ১৮ টি জায়গায় হানা দেয় পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৩৫ জন মহিলা রয়েছে বলে খবর।
স্থানীয়রা জানান,প্রায় সারাদিনই স্পা সেন্টারগুলোতে আনাগোনা লেগে থাকত লোকজনের। সেই দেখেই সন্দেহ হয় তাঁদের। ভোপাল শহরের বহু থানায় এই মর্মে অভিযোগ আসতে থাকে। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন।
পুলিশের অপরাধ দমন শাখা এবং মহিলা থানা যৌথভাবে এই অভিযান চালায়। ২৫০ জনের একটি দল শহরের চার জায়গায় তল্লাশি করে। ভোপালের হাবিবগঞ্জ, এমপি নগর, কমলা নগর এবং বাগ সেওয়ানিয়ার বিভিন্ন স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়েই তারা দেখে স্পা সেন্টার হলেও সেখানে দেদার চলছে যৌনব্যবসা। ইতিমধ্যেই ওই সেন্টারগুলি থেকে কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। কোনও বড় চক্র এর নেপথ্যে রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।