দেশ

কোভ্যাক্সিন নিয়ে আশ্বাসবাণী ভারত বায়োটেকের

Bharat Biotech's assurance about vaccines

The Truth of Bengal: নিরাপ্ত্তার উপর এককভাবে ভিত্তি করে তৈরি করা হয়েছিল কোভ্যাক্সিন। দেখা হয়েছিল কার্যকারিতাও। অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার স্বীকারোক্তি নিয়ে বিতর্কের মাঝেই এক্স হ্যান্ডেলে কোভ্যাক্সিনের নিরাপত্তা প্রসঙ্গে এই বিবৃতি দিল ভারত বায়োটেক। কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে অ্যাস্ট্রোজেনেকার স্বীকারোক্তিতে চলছে বিতর্কের ঝড়। অ্যাস্ট্রোজেনেকা জানায়, কোভিশিল্ড থেকে রক্ত জমাট বাঁধতে পারে।

সৃষ্টি হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া। সেই চাপানৌতরের মধ্যেই এবার ভারত বায়োটেকের নয়া পোস্ট এক্স হ্যান্ডেলে। ভারতবায়োটেক তাদের নিরাপত্তা নিয়ে গর্ববোধ করে। এক্স হ্যান্ডেলের বিবৃতিতে কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা জানায়, তাদের কোভ্যাক্সিনের একটি অসম্ভব ভালো সুরক্ষা রেকর্ড রয়েছে, যা রক্ত জমাট বাঁধা থেকে শুরু করে টিটিএস, ভিআইটিটি, মায়োকার্ডাইটিস ইত্যাদির কোনও ঘটনা ছাড়াই তৈরি হয়েছে।

প্রথমে ফোকাস করা হয়েছে নিরাপত্তার উপর তারপর কার্যকারিতা পরীক্ষা হয়েছে। কোভ্যাকসিনের নির্মাতা জানিয়েছে, কোভ্যাক্সিনই একমাত্র ভ্যাকসিন  যে সরকারের কোভিড ১৯ টিকাদান কর্মসূচীতে কার্যকারিতা পরীক্ষা চালিয়েছিল। ভারকত বায়োটেক জানায়, গবেষণা এবং ফলোআপ ক্রিয়াকলাপগুলো কোভ্যাক্সিনের উত্তর সুরক্ষা রেকর্ড প্রদর্সন করেছে। এই ভ্যাকসিনের কোনও রকমই পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত রিপোর্ঠ নেই বলেও জানিয়েছে ভারতবায়োটেক।