দেশজুড়ে ধর্মঘটের পথে ব্যাঙ্ক কর্মী সংগঠন, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা
Bank employees go on nationwide strike

Truth Of Bengal: ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের (UFBU) মধ্যে আলোচনার পরেও সমাধানসূত্র মেলেনি। ফলে আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক বহাল থাকছে।
আগামী ২২ মার্চ চতুর্থ শনিবার এবং ২৩ মার্চ রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ফলে টানা চার দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে, যা গ্রাহকদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
ব্যাঙ্ক কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের দাবি, ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ বন্ধ রয়েছে। এতে বহু শূন্যপদ তৈরি হয়েছে, যা গ্রাহক পরিষেবাকে কঠিন করে তুলেছে। এছাড়া, পাঁচদিনের কর্মদিবস চালুর দাবিতেও IBA প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তৃতীয়ত, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও উৎসাহ ভাতা (ইনসেনটিভ) এখনও কার্যকর হয়নি।
এই সমস্ত দাবি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন IBA-র সঙ্গে বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বের হয়নি। ফলে কর্মী সংগঠনগুলি ধর্মঘটের সিদ্ধান্তে অনড়।
আগামী ১৮ মার্চ কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে আরেকটি বৈঠক নির্ধারিত রয়েছে। সেই বৈঠকে কোনও সমাধান আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। তবে তাতে আশানুরূপ ফল না মিললে ২৪ ও ২৫ মার্চ ধর্মঘট কার্যকর হবে, যা সাধারণ গ্রাহকদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।