১১ বছরের শিশুর বুকে চড়ে নির্মমভাবে মারধর করছে তারই মা, ভাইরাল সেই মর্মান্তিক ভিডিও
An 11-year-old child is brutally beaten by her mother on her chest, the shocking video has gone viral

The Truth Of Bengal: মা তার সন্তানকে নির্মমভাবে মারধর করছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ১১বছরের শিশুর বুকের উপর ওপর বসে তাকে নির্মমভাবে পেটানো হচ্ছে।
সেই পেটানোর ভিডিয়োটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আক্রান্ত শিশুটিকে শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তরিত করা হয়েছে। ঘটনাটির ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। সেখানে একজন মা তার ১১ বছর বয়সের ছেলের বুকের ওপর বসে পিটাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে শিশুটিকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে তার মা। তারপরে সেই শিশুট র বুকে ঘুসি ও কিল মারতে শুরু করে। এক সময় সে শিশুটি চিৎকার শুরু করলে তার মা সে সব কথা কানেও তোলেনি।
हरिद्वार के झबरेड़ा कस्बे में एक महिला का वीडियो वायरल हो रहा है। इसमें वह अपने आठ साल के बच्चे को बेरहमी से पीटती नजर आ रही है।#Uttarakhand #haridwar #Crime pic.twitter.com/P9beKZCtyv
— Riya Pandey (@pandeyriya0607) July 17, 2024
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ছেলেটি বারবার তার মাকে জল দেওয়ার কথা বলছে। কিন্তু সেই নির্মল হৃদয়ের মা সেই কথার কর্ণপাত করছেন না। প্রসঙ্গত এই ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত মা’কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় দুমাস আগের ভিডিয়ো। পুলিশের তরফ থেকে আরো জানানো হয়েছে, মহিলাটি নিজেই এই ভিডিয়োটি করে তার স্বামীর কাছে পাঠিয়েছিলেন। এই ভিডিওটি দেখে তার স্বামী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।