দেশ

উদ্বেগ বাড়াচ্ছে এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট, মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও

Adding to the concern is the new variant of Mpox

Truth Of Bengal : এমপক্স বা মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট এবার ভারতেও। দিন কয়েক আগেই এমপক্সের সংক্রমণ ধরা পড়েছিল দিল্লিতে এক রোগীর শরীরে। তবে তা ছিল পুরনো ভ্যারিয়েন্ট। এবার কেরলের মল্লপুরমে এক রোগীর শরীরে মাঙ্কিপক্সের উদ্বেগজনক ভ্যারিয়েন্টের খোঁজ মিলল।

এমপক্স নিয়ে সেপ্টেম্বরের শুরুতেই রাজ্যগুলিতে সতর্ক করে নির্ধাশিকা জারি করেছিল কেন্দ্র। তখনই নির্দেশিকায় জানানো হয়, কেউ এমপক্সে সংক্রমিত হলে বা, সংক্রমিত হওয়ার আশঙ্কা থআকলে তাকে ততখনাত আইসোলেটেড করতে হবে। সে জন্য বাসপাতালে বিশেষ ব্যাহস্থার কথাও উল্লেখ করা হয়। এর মাঝে আগেই মাঙ্কিপক্সে আক্রান্ত একজনের হদিশ মিলেছিল দেশে। তবে তা বিপদজ্জনক ভ্যারিয়েন্ট না হওয়ায়, উদ্বেগ বাড়েনি হু-এর।

তবে এবার মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড ১-বি এর হদিশ পাওয়া গেল ভারতেও, যা অত্যন্ত উদ্বেগজনক বিষয় হু-এর। জানা যাচ্ছে, কেরলের মল্লপুরমে বছর আটত্রিশের এক যুবকের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে। ওই যুবক সংযুক্ত আরব আমির শীহা থেকে ফিরছিলেন বলে খবর। তবে এই মাঙ্কিপক্সের সনতুন ভ্যারিয়েন্ট শুধুমাত্র ভারতের চিন্তাই বাড়াচ্ছে না। গোটা বিশ্বের কাছে এটি চিন্তার বিষয়। কারণ দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে। ইতিমধ্যেই হু-এর তরফ থেকে গোটা বিশ্বে জারি করা হয়েছে এমপক্স নিয়ে সতর্কতা। এর আগে ২০২২ সালে মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সেটা ছিল প্রথমবার। আর এবার দ্বিতীয়বারের জন্য বিশ্ব হু-এর তরফ থেকে সতর্কতা জারি। প্রসঙ্গত, দেশজুড়ে মাঙ্কিপক্সের সংক্রমণের নিরীখে কেরলের এই যুবক দ্বিতীয় আক্রান্ত। প্রথম আক্রান্ত ছিলেন দিল্লির এক রোগী। তিনি ক্লেড-২ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। তবে এবার কেরলের মল্লপুরমের যুবকের শরীরে এমপক্সের ক্লেড-২ ভ্যারিয়েন্ট। যা হু-এর উদ্বেগের মূল কারণ।