দেশ

আদানি সহ ঘনিষ্ঠ ধনকুবেরদের ১৬লক্ষ কোটি টাকার,ঋণ মকুব করেছেন মোদি,বোমা ফাটালেন রাহুল

16 lakh crores of close tycoons including Adani

The Truth of Benga: বোমা ফাটালেন রাহুল গান্ধী।ভোটের মাঝে বড় অভিযোগ আনলেন কংগ্রেসের শীর্ষ নেতা।রাহুলের চাঞ্চল্যকর অভিযোগ,মোদি তাঁর ঘনিষ্ঠ বন্ধু  ধনীদের ১৬লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন।এই মহা অপরাধের জন্য দেশ কখনও ক্ষমা চাইবে না। এক্স প্ল্যাটফর্মে হিন্দিতে লেখা হয়েছে,পুঁজিপতিদের যেভাবে এতটাকা ঋণ মকুব করা হয়েছে,তাতে সেই অর্থ দিয়ে দরিদ্র মানুষের উন্নয়নের কাজ করা যেত।

তার বদলে আদানিদের স্বার্থে এতটাকা মকুব করার ঘটনা সত্যিই ভয়ঙ্কর।এমনকি হিসেব দিয়ে তিনি মোদিকে বিঁধেছেন,যে ১৬লক্ষ কোটি টাকা দিয়ে অন্ততঃ ১৬কোটি যুবকের  বছরে ১লক্ষ  কর্মসংস্থান সম্ভব ছিল।আর ১লক্ষ কর্মসংস্থান হলে প্রতি বছর ১৬কোটি মহিলা তাঁদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারতেন।এমনকি এই অর্থ দিয়ে ১০কোটি কৃষক পরিবারকে তাঁদের আত্মহত্যার পথ থেকে সরিয়ে আনা যেত।১৬লক্ষ কোটি টাকা দিয়ে এমনকি ৪০০টাকা মূল্যে দেশবাসীকে অন্ততঃ ২০বছর গ্যাস দেওয়া যেত।

Related Articles