ফিচার

ঢাকের তালে কোমর দোলাতে প্রস্তুত অকল্যান্ডের প্রবাসী বাঙালিরা

Durga Puja 2023

The Truth of Bengal, Mou Basu: নিজভূম থেকে দূরে থাকলেও বিদেশেই একটুকরো বাঙলা বানিয়ে নিয়েছেন প্রবাসী বাঙালিরা। দুধের স্বাদ ঘোলে মেটাতে প্রস্তুত সাগরপাড়ের বাঙালিরা। জনপ্রিয় বিজ্ঞাপনের ট্যাগলাইন আদলে বলা চলে “Separated By Ocean, United by Durga Puja” হল পুজো পাগল প্রবাসী বাঙালিদের ট্যাগলাইন। পুজোর ক’দিন খাওয়া দাওয়া, দেদার আড্ডা হুল্লোড়ে মেতে নিখাদ বাঙালিয়ানাকে উদযাপন করেন তাঁরা। ঢাকের তালে কোমর দোলাতে দেখা যায় বাঙালি অবাঙালি নির্বিশেষে সবাইকে। এমনকি বিদেশিদেরও।বহু বছর ধরেই সুদূর সাগরপাড়ের নিউজিল্যান্ডের অকল্যান্ডে দুর্গাপুজোর আয়োজন করে প্রবাসী বাঙালিদের সংগঠন নন্দন।

এবারও অকল্যান্ডের ব্লকহাউজ বে কমিউনিটি সেন্টারে ২০, ২১ ও ২২ অক্টোবর, এই ৩ দিন ধরে দুর্গাপুজো হবে। ঐতিহ্য মেনে এখানে ৪ দিনের পুজো হয় না। শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত পুজো হয়। পুজোর তিন দিন বিপুল জনসমাগম হয়। প্রত্যেক দিন অঞ্জলি আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আড়াইশো থেকে তিনশো জন। তাঁদের বেশিরভাগই বাঙালি। প্রত্যেক দিন খাওয়া-দাওয়ার বন্দোবস্ত থাকে। বাংলা থেকে অনেক দূরে হলেও আন্তরিকতায় পরিপূর্ণ অকল্যান্ডের এই পুজো। অকল্যান্ডের প্রবাসী বাঙালিদের কাছে পুনর্মিলন উৎসব।

পুজোর আয়োজক স্বস্তিকা গঙ্গোপাধ্যায় জানান, ২০ অক্টোবর থেকে আমাদের পুজো শুরু হবে। ওইদিন দেবীর স্থাপনা হবে। রাতে আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টারেই খাওয়াদাওয়া করব। ২১ অক্টোবর সকাল ১০টায় ঘটস্থাপন, সকাল সওয়া ১০টায় কলাবউস্নান, সকাল সাড়ে ১০টায় মহাষষ্ঠীর পুজো হবে। প্রবাসে অতদিন ধরে টানা পুজো হয় না। তাই আমাদেরও মহাসপ্তমীর পুজো ও মহাষ্টমীর পুজো হবে একইদিনে ২১ অক্টোবর, শনিবারই। সন্ধিপুজো, মহানবমীর পুজো, দশমী পুজো ও বিসর্জন হবে রবিবার, ২২ অক্টোবর।’

শনিবার ২১ অক্টোবর, মহাসপ্তমীর পুজো হবে স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১ টায়। পুষ্পাঞ্জলি হবে সকাল সওয়া ১১ টা থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত। মহাষ্টমীর পুজো শুরু হবে সকাল সাড়ে ১১ টা থেকে। মহাষ্টমীর পুজোর পুষ্পাঞ্জলি শুরু বেলা সাড়ে ১২টা থেকে। ১টা পর্যন্ত হবে পুষ্পাঞ্জলি। মহাপ্রসাদ ও মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকবে। সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

রবিবার, ২২ অক্টোবর, সন্ধিপুজো হবে সকাল সাড়ে ১০টা থেকে। মহানবমীর পুজো শুরু সকাল ১১ টায়। এরপর পুষ্পাঞ্জলি ও হোমযজ্ঞ হবে। মহানবমীর পুজো মিটে যাওয়ার পর শুরু হবে দশমীর পুজো। বেলা সাড়ে ১২টায় মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর। প্রসাদ বিতরণ করা হবে। সিঁদুর খেলা ও বিজয়া বৈঠকী আড্ডা হবে। মধ্যাহ্নভোজনের আয়োজন করা হবে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের শেষে সবাই মিলে একসঙ্গে ডিনার করবেন প্রবাসী বাঙালিরা। এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্কার ওয়াইল্ডের লেখা “The Canterville Ghost” অবলম্বনে “ভুনীবাবুর চাঁদনি” নামে একটি নাটক পরিবেশন করা হবে। নাটকটির পরিচালনা করছেন স্বস্তিকা গঙ্গোপাধ্যায়। অস্কার ওয়াইল্ডের লেখা বাংলায় রূপদান করেছেন শর্মিলা মৈত্র।

Free Access

Related Articles