ফিচার

বুর্জ খলিফার চেয়েও উঁচু ইমারত, কোথায় তৈরি হচ্ছে এমন গগনচুম্বী বহুতল

A building taller than the Burj Khalifa, where the skyscrapers are being built

The Truth Of Bengal, Mou Basu : বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত হল দুবাইয়ের বুর্জ খলিফা। এবার বুর্জ খলিফার চেয়েও উঁচু গগনচুম্বী ইমারত তৈরি হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে এমন আরও সুউচ্চ গগনচুম্বী ইমারত আছে। এবার যে ইমারত তৈরি হচ্ছে তা ২ কিলোমিটার লম্বা। বুর্জ খলিফার চেয়েও উঁচু। বুর্জ খলিফার উচ্চতা ৮,২৯৮ মিটার। সৌদি আরবের রাজধানী রিয়াধের উত্তরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তৈরি হচ্ছে গগনচুম্বী ইমারত। আরেক নির্মীয়মান জেড্ডা টাওয়ারের উচ্চতা এর অর্ধেক। সৌদি আরব প্রশাসনের আর্থিক সাহায্যে তৈরি হচ্ছে ইমারত। তবে প্রকল্পের কাজ শেষ হতে এখনো সময় লাগবে।

Related Articles