অবশেষে মুক্তি, রাজ্যের ৩৫ টি সিনেমাহলে চলবে ‘সুকন্যা’
'Sukanya' to be screened in 35 cinema halls in the state

Truth of Bengal: সফল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য সর্বদা চিন্তিত তিনি। তাঁর একাধিক প্রকল্প এই মুহূর্তে সারা দেশে মডেল। যার মধ্যে অন্যতম ‘কন্যাশ্রী প্রকল্প’, যা স্কুলছুটের সংখ্যা কমিয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মেয়েদের বিয়ের প্রচলনে লাগাম টেনেছে। আর্থিক পরিকাঠামো দুর্বল থাকার কারণে যেসব মেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল দিনের পর দিন তাদের কাঁধে হাত রেখে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। এবার সমাজের সেই ছবিই আসছে প্রেক্ষাগৃহে। শুক্রবারই মুক্তি পাচ্ছে ‘সুকন্যা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক চিত্রই ফুটে উঠবে এই ছবিতে।
বিরোধী নেত্রী থেকে কিভাবে মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন এক নারী, তাঁর জীবন সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে এই চলচিত্রে। সেই সঙ্গে এক মায়ের লড়াই। কন্যাসন্তানকে একা হাতে মানুষ করার লড়াই। সেই সন্তান ভবিষতে সরকারি প্রকল্পের সাহায্যে জীবনে প্রতিষ্ঠিত হয়। হয়ে ওঠে আইপিএস অফিসার। কন্যাশ্রী প্রকল্পের বিষয়টি দারুণভাবে তুলে ধরা হয় এই ছবিতে। নারী ক্ষমতায়ন এবং নারীদের অধিকারের বিষয়টিও স্বচ্ছ কাঁচের মতো চিত্রিত হয়েছে।
এই ছবির প্রযোজক সমীর মন্ডল এবং পরিচালক উজ্জ্বল মিত্র। মুখ্য চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে সাজিয়ে তোলা হয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগকে। ছবিতে রাজ্য পুলিশের ডিজির চরিত্রে দেখা যাবে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। অপরদিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রাজ্যের মোট ৩৫ টি সিনেমাহলে দেখানো হবে ছবিটি।