
The Truth of Bengal: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন শেহনাজ গিল। হাসপাতালে ভর্তি করতে হয়েছে নায়িকাকে। অসুস্থ শেহনাজকে দেখতে হাসপাতালে দেখাও করতে গিয়েছেন রিয়া কাপূর। বিগবস খ্যাত অভিনেত্রীর কি হয়েছে? কেন হাসপাতালে ভর্তি করতে হল এই চিন্তায় উদ্বিগ্ন অনুরাগীরা। তবে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার অসুস্থতার কথা জানান। এদিকে ছবির প্রচারে চরম ব্যস্ত শেহনাজ, এরই মাঝেই আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, ছবি প্রচারের সময় তিনি কিছু খেয়ে ফেলেন, এমনকি অনিয়মের কারণেও নায়িকার পেটের সংক্রমণ দেখা যায়। সংক্রমণ এতটাই বেড়ে যায় যে, শেষ অবধি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে হাসপাতালে বেডে বসে সকলের সাথে হাসিমুখে কথা বলতেও দেখা দিয়েছে অভিনেত্রীকে। যা দেখে কিছুটা হলেও দুশ্চিন্তা কমেছে শেহনাজ ভক্তদের। প্রসঙ্গত শেহনাজ গিলের বলিউড অভিষেক হয়েছিল কিসিকা ভাই, কিসিকা জান ছবির মধ্য দিয়ে।
মূলত এই মুহূর্তে থ্যাঙ্ক ইউ ফর কামিং ছবির জন্য শিরোনামে রয়েছেন। এই ছবিতে শেহনাজের অভিনয় প্রশংসা পেয়েছে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকাই ছন্দপতন ঘটে। শরীর খারাপ হতেই আর ঝুঁকি নেননি তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। তবে অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছেন শেহনাজ ভক্তরা।
Free Access