‘বিগ বস’-এর ঘরে ‘গাধা’, সলমনকে চিঠি পাঠালো PETA
PETA sends letter to 'Donkey', Salman in 'Bigg Boss' house

Truth Of Bengal : রবিবার ‘বিগ বস্’-এর নতুন সিজনের প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়েছে চ্যানেলের তরফে। মোট ১৯জন প্রতিযোগীর নাম প্রকাশ্যে এসেছে। যাদের মধ্যে অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদ এবং এমনকি সামাজিক মিডিয়া প্রভাবশালীদের বিস্তৃত মিশ্রণ। তবে শেষ প্রতিযোগী হিসেবে দেখানো হয়েছে একটি ‘গাধা’কে। সঞ্চালক সলমন খান সেই গাধার নাম জানান ‘গধরাজ’। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি নড়েচড়ে বসেছে প্রাণীসুরক্ষায় কর্মরত সংস্থা ‘PETA’ (‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস’)। সংস্থার তরফে ভাইজানকে একটি চিঠি পাঠানো হয়েছে।
বুধবার, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETA) ইন্ডিয়ার একজন অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট, শৌর্য আগরওয়াল,বিগ বস ১৮ সঞ্চালক সলমন খানকে একটি চিঠি দিয়েছেন। শো-তে গাধা ব্যবহারের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো রিয়েলিটি শো-এ প্রাণীর অন্তর্ভুক্তিকে ‘পীড়াদায়ক’ বলে অভিহিত করে। গাধাটিকে PETA ইন্ডিয়ার কাছে সমর্পণ করার জন্য করার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। এবং একটি অভয়ারণ্যে পুনর্বাসনের জন্য অনুরোধ করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে যে ‘একটি শো সেটে প্রাণীর ব্যবহার কোনও হাসির বিষয় নয়’ এবং সলমনকে ‘বিনোদনের জন্য প্রাণীদের ব্যবহার এড়াতে’ অনুরোধ করেছিল।
গ্র্যান্ড প্রিমিয়ারের দিন সলমন খান গাধাটিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং এমনকি তিনি বাকি প্রতিযোগীদের বাড়িতে থাকার সময় এর সুস্থতার দায়িত্বও দিয়েছিলেন। যদিও অনেকে প্রাণীটির অন্তর্ভুক্তিকে মজার বলে মনে করেছেন। তবে অধিকাংশই বলেন, গাধা, একটি সামাজিক প্রাণী, বিগ বসের ঘরে বন্দী থাকা ঠিক নয় । “প্রতিযোগীরা তাদের সম্মতিতে সেখানে আটকা পড়েছে, কিন্তু গাধাটি নয়,” একজন দর্শক মন্তব্য করেন।