বৈঠকেও মিলল না সমাধান, জীতু–দিতিপ্রিয়া দ্বন্দ্বে প্রশ্নের মুখে সিরিয়ালের ভবিষ্যৎ ‘চিরদিনই তুমি যে আমার’
এদিকে, ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বহু দর্শক।
Truth Of Bengal: নায়ক–নায়িকার ব্যক্তিগত মনোমালিন্যের জেরে প্রশ্নের মুখে পড়েছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। শুটিংয়ের পরিবেশ নানাভাবে ব্যহত হওয়ায় সোমবার জরুরি বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। উদ্দেশ্য ছিল—আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা।
তবে সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা ধরে চলা সেই বৈঠকেও মিলল না কোনও সুরাহা। জীতু ও দিতিপ্রিয়া—দু’জনের কেউই নাকি আপসের পথে হাঁটতে রাজি নন। বৈঠকের মাঝেই হঠাৎ সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান জীতু কমল। এরপর থেকেই ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। যদিও জীতু বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে, ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বহু দর্শক। কিছু নেটিজেন তো সরাসরি তাঁকে বয়কট করার আহ্বান জানিয়েছেন।
এই টানাপোড়েনের সূত্রপাত বহুদিনের। শোনা যাচ্ছে, জীতুর অভিযোগ—দিতিপ্রিয়া তাঁর সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেন না। সম্প্রতি হাসপাতাল থেকে ফিরে তিনি শুটিংয়ে যোগ দেন। কিন্তু তাঁর অসুস্থতা বা পরিস্থিতি নিয়ে নাকি ইউনিটের অনেকেই উদাসীন ছিলেন। সেটে জীতু আগেভাগে পৌঁছালেও দিতিপ্রিয়া নাকি নিয়মিত দেরিতে আসেন। এমনকি ঘনিষ্ঠ দৃশ্যে জীতুকে ছুঁতে দেবেন না বলেও দাবি করেন নায়িকা।
ঘটনার পর জীতু সেট ছেড়ে বেরিয়ে যান এবং পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উজাড় করে লেখেন। তাঁর পোস্ট ভাইরাল হতেই দিতিপ্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। ফলে ব্যক্তিগত বিবাদ এখন গোটা ধারাবাহিকের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে তুলেছে।



