
The Truth of Bengal: জিও প্লাজা, আবার নতুন ভাবে পথ চলা শুরু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারপার্সন মুকেশ আম্বানির। মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা এলাকায় তৈরি হয়েছে একেবারে অত্যাধুনিক মল। মঙ্গলবার তাঁরই সূচনা করা হল। জিওর নতুন শোরুম ওপেনিং বসে ছিল চাঁদের হাট। অনুষ্ঠানে ছিল বলিউড তাবড় তাবড় তাড়কারা।
সালমান খান, নোরা ফাতেহি, মৌনি রায়, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, মালাইকা অরোরা,জন আব্রাহাম, রণবীর সিং, জাহ্নবী কাপুর, করণ জোহর, সারা আলি খানের মতো সেলিব্রিটিরা। ১ নভেম্বর থেকে জিও ওয়ার্ল্ড প্লাজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। মুম্বইয়ের বান্দ্রা-কুড়লা এলাকায় বিশাল চারতলা মল। প্রায় ৭,৫০,০০০ বর্গ ফুট জুড়ে এই মল। এই মলে বিলাসের নানা উপকরণ রয়েছে।
এখানেই প্রথম ভ্যালেনটিনো, ওয়াইএসএল, টিফানি, পটারি বার্নের মতো কোম্পানির স্টোর রয়েছে। Gucci, Louis Vuitton, Dior, Bulgari-র মতো ব্র্যান্ডও থাকছে এই বিলাসবহুল মলে। এককথায় একেবারে তাক লাগানো মল এবার মুম্বইতে। ঝলমল করছে মল এর চারপাশ। গোটা বিশ্বের কাছে তুলে ধরার মতো মল।
Free Access