বিনোদন
Trending

যখন এক ফ্রেমে জনি-জিতেন্দ্র-যিশু, টানটান সিরিজে হাজির ‘ল্যান্টরানি’

Lantrani volume 1 web series

The Truth Of Bengal: তিন অনবদ্য নির্মাতা যখন একসাথে আসেন তখন হয়ত ঠিক এমন টাই হয়। যার কিছু ঝলক দেখেই নেট মহল সরগরম । গুরবিন্দর সিং, কৌশিক গাঙ্গুলি এবং ভাস্কর হাজারিকা মিলিত ভাবে নিয়ে আসছেন ‘ল্যান্টরানি’ যার ট্রেলার প্রকাশিত হয়েছে সদ্য।

 

এই সিরিজে অভিনয় করেছেন জনি লিভার, জিতেন্দ্র কুমার, এবং জিশু সেনগুপ্ত। এছারাও বেশ কিছু অভিনেতাদের যৌথ অভিনেতার দক্ষতা ফুটে উঠেছে এই সিরিজে। গ্রামে বা শহরের বিভিন্ন অংশ থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষ কীভাবে বেঁচে থাকে সেই গল্প নিয়ে আসছে ‘ল্যান্টরানি’। সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৯ ই ফেব্রুয়ারি।

 

Related Articles