বিনোদন

Koel Mallick: অভিনেত্রী নন, ঘরের মেয়ে কোয়েল, মল্লিকবাড়ির পুজোয় শাঁখ বাজানো থেকে আরতি

তবে এই কয়েকটা দিন মল্লিক বাড়িতে কোয়েল অভিনেত্রী নন, তিনি সম্পূর্ণ রূপে ঘরের মেয়ে। শাঁখ বাজানো, আরতি করা থেকে শুরু করে পুজোর নানা কাজে সকাল থেকেই ব্যস্ত থাকেন তিনি।

Truth of Bengal: ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপূজা শুধু ঐতিহ্য আর বনেদিয়ানার জন্যই নয়, অভিনেতা রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী কোয়েল মল্লিকের উপস্থিতির কারণেও শহরবাসীর কাছে সমান জনপ্রিয়। তবে এই কয়েকটা দিন মল্লিক বাড়িতে কোয়েল অভিনেত্রী নন, তিনি সম্পূর্ণ রূপে ঘরের মেয়ে। শাঁখ বাজানো, আরতি করা থেকে শুরু করে পুজোর নানা কাজে সকাল থেকেই ব্যস্ত থাকেন তিনি। এবারের পুজো কোয়েলের কাছে বিশেষভাবে অন্যরকম (Koel Mallick)।

আরও পড়ুনঃ গাড়ি ছিনতাইয়ের ছক! মাথায় গুলি করে খুন চালককে, চাঞ্চল্য কান্দিতে

কারণ, এই প্রথম তিনি তাঁর ছেলে-মেয়ে—দু’জনকেই সঙ্গে নিয়ে পুজোর আনন্দ ভাগ করে নিলেন। সম্প্রতি তিনি তাঁর ছোট মেয়ের সঙ্গেও সকলের আলাপ করিয়ে দিয়েছেন। স্বামী নিশপাল সিং রানে এবং দুই সন্তানকে নিয়ে কোয়েলের পুজো এবার যেন আরও জমজমাট। ফাঁক পেলেই তিনি বড় ছেলে কবীরকে শঙ্খ বাজানোর প্রশিক্ষণ দিচ্ছেন, আবার কখনও সামলাচ্ছেন ছোট্ট মেয়ের সাজগোজ।পুজোর মেজাজে পুরোপুরি ছেলেবেলায় ফিরে গিয়েছেন কোয়েল। নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি হাসতে হাসতে জানান, “আমরা বাড়ির সকলে এই কয়েকদিন ছেলেবেলায় ফিরে যাই (Koel Mallick)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

আমাদের বাড়িতে এই কদিন প্রচুর অতিথি থাকেন। ছোটবেলায় আমরা ভাইবোনেরা প্রতিযোগিতা করতাম, কে আগে গিয়ে প্রসাদ দিয়ে আসতে পারে।” শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, ছোটবেলার সবচেয়ে মজার স্মৃতি ছিল ফুচকা নিয়ে প্রতিযোগিতা। অভিনেত্রী জানান, “সকলে অপেক্ষা করতাম কখন পাশের মাঠে গিয়ে ফুচকার প্রতিযোগিতা করতে পারব। জানেন, আমি ৫০টা ফুচকাও খেয়ে নিতে পারি। ফুচকা নিয়ে আমায় কোনও চ্যালেঞ্জ নয় (Koel Mallick)।”

Related Articles