মা হতে চলেছেন ক্যাটরিনা, বেবিবাম্পের ছবি পোস্ট করে দিলেন সুখবর
স্ত্রীর বেবিবাম্প ধরে রয়েছেন ভিকি।
Truth Of Bengal: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। যদিও সেই জল্পনায় নিয়ে এতদিন স্পিকটি নট ছিলেন ক্যাটরিনা-ভিকি। তবে এবার সুখবর ভাগ করে নিলেন। মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে যৌথভাবে জীবনে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নেন তারকা দম্পতি। এদিন ক্যাটরিনার বেবিবাম্পের একটি ছবি ভাগ করে নিয়েছেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি বডিকন ড্রেস পরে রয়েছেন ভিকি ঘরণী, তাতেই স্পষ্ট বেবিবাম্প। স্ত্রীর বেবিবাম্প ধরে রয়েছেন ভিকি।
View this post on Instagram
আরও পড়ুনঃ প্রতি বছরের মতো এবারেও গাইড ম্যাপ প্রকাশ, ১৮টি সাইবার কিয়স্ক পুলিশের
ক্যাটরিনা-ভিকি এই সুখবর ভাগ করে নিয়ে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’’ তারকা দম্পতি এই সুখবর ভাগ করে নেওয়ার পরই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন বলিউড সেলেব থেকে অনুরাগীরা। মৃণাল ঠাকুর থেকে শুরু করে জানবি কাপুর, রকুল প্রীত সিং, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও সব বহু বলিউড তারকা ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়েছেন ভিকি ক্যাটরিনাকে। (Katrina Kaif)
https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানে রাজকীয়ভাবে স্বপ্নের বিয়ে সেরেছিলেন তারকা জুটি। অবশেষে বিয়ের ৪ বছরের মাথায় নতুন সদস্য আসছে তাদের জীবনে। সবমিলিয়ে বলাই যায়, সন্তান জন্মের অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি। (Katrina Kaif)





