বিনোদন
Trending
হিন্দু মুসলিম একাত্ম হওয়ার গান, কাবুলিওয়ালা ছবির খুশির ইদে একাকার বন্ধুত্বের রঙ…
Kabuliwala film Khushi Ide alone is the color of friendship

The Truth Of Bengal: কাবুলিওয়ালা ছবির খুশির ইদের গান।এ যেন হিন্দু মুসলিম একাত্ম হওয়ার গান , খুশির ইদে সকলে মিলে মিশে এক। বন্ধুত্ব কোনোদিনই মানেনি কোনো বেড়াজাল,দেখেনি কোনো জাত পাত ভেদাভেদ। একই কণ্ঠে ওরা যেন বলে ওঠে, এসো গো হাত ধরি সবাই একসাথে, যেন সবাই মিশে থাকি একই রঙে, যেন দেখি সবার হাসিমুখ ।
বাঙালির কাছে কাবুলিওয়ালা ও তাঁর খোকি- এই অসমবয়সি বন্ধুত্বের গল্প এক প্রকার ছেলেবেলার নানা অনুভূতি ফিরিয়ে আনে। এবার সেই অনুভূতিই ফিরিয়ে আনছেন পরিচালক সুমন ঘোষ তাঁর কাবুলিওয়ালা ছবিতে। লিড রোলে রয়েছেন নান আদার দ্যান মিঠুন চক্রবর্তী। আর ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছেন মিঠাই সিরিয়ালখ্যাত অনুমেঘা কাহালি।
Free Access