বিনোদন

ফিরে আসছেন বিব্বো জান? ‘হীরামন্ডি’তে কি আবারও দেখা যাবে অদিতি’কে? 

Heeramandi Actress Aditi Shares Her Reaction To Returning Next Series

The Truth Of Bengal: ‘হীরামন্ডিঃ দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে ওটিটি’তে আত্মপ্রকাশ করেছিলেন সঞ্জয় লীলা বনশালি। এবং সিরিজটি প্রকাশ্যে আসতেই দর্শকরা এত ভালোবাসা দিয়েছেন যে বনশালি আবারও নিজেকে তৈরি করছেন সিরিজের সিজন দুই নিয়ে ফেরার জন্য। তাই নেটফ্লিক্স’র কথায় “মেহেফিল আবারও জমবে, সিজন ২ যে আসবে”।

সিরিজে অদিতি অর্থাৎ বিব্বো জান’কে তাঁর গজগামিনী’র ডান্স সঙ্গে তাঁর চরিত্রে সকলের মন জয় করতে দেখা গিয়েছিল। যদিও সিরিজের শেষে ব্রিটিশদের বিপক্ষে যাওয়ার জন্য তাঁকে প্রাণ হারাতে হয়। তবে এবার প্রশ্ন উঠছে নতুন সিরিজে কি অদিতিকে আবারও দেখা যাবে? নাকি আসর বসবে বিব্বো জান’কে ছাড়াই?

 

View this post on Instagram

 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

এদিন যখন অদিতিকে তাঁর এক অনুরাগী প্রশ্ন করেন, “অদিতি’কে আমরা কি আবারও দেখতে পাবো সিজন ২-তে?” উত্তরে অদিতি বলেন, “আপনারা বিব্বো জান’কে সিজন ২-তে দেখতে চান, তাই আমি ভাবছি এটা কিকরে ঘটবে?” কিছুটা হেসে ভূতের অভিনয় করে অদিতি ভয় দেখান, যার পর তিনি আবার বলেন, “আমি জানিনা!” তাছাড়াও অদিতির গজ গামিনীর হাঁটা ভাইরাল হওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে, অদিতি তাঁর দেওয়া এক বিশেষ প্রতিবেদনে তাঁর অনুভূতিটিক “সত্যিই অপ্রতিরোধ্য” বলে বর্ণনা করেছেন। এবং তিনি এর জন্য বনশালি এবং পাশাপাশি তার দর্শকদের ধন্যবাদও জানিয়েছিলেন।

স্বাধীনতার সময়কাল নিয়ে সিরিজটি। যেখানে পাকিস্তানের হীরামন্ডি’র রানীরা কীভাবে এগিয়ে এসেছিলেন ব্রিটিশ দমনে, সাথে পা মিলিয়েছিলেন ইংরেজদের বিরোধিতায় এবং তাঁদের সংগ্রাম তুলে ধরা হয়েছিল সিরিজটিতে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা সহ অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ এবং শারমিন সেগাল। তাছাড়াও ফারদিন খান, তাহা শাহ, শেখর সুমনকেও সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল। যা মুক্তি পেয়েছিল চলতি বছরের পয়লা মে। এবং সিরিজে ভাল সাড়া পাওয়ার পর চলতি মাসের শুরুতেই নেটফ্লিক্স জানায় “মেহেফিল আবারও জমবে, সিজন ২ যে আসবে”। অর্থাৎ আবারও ফিরবে ‘হীরামন্ডি’ তাঁর নতুন সিজন নিয়ে।

Related Articles