
The Truth of Bengal: সদ্য মুক্তি পেয়েছে ক্রু সিনেমার টিজার। টিজারে নজর কেড়েছেন টাব্বু, করিনা, কৃতি সহ মাল্টিস্টারেরা। ছবিতে দেখা যাবে মুম্বই থেকে নিজেদের স্বপ্ন সফল করতে যাত্রা শুরু করেন এই ৩ ক্রু। নিজেদের স্বপ্ন সফলে অনেক নানা ঘটনার সম্মুখীন হতে হয় তাদের, সেই নিয়েই ছবির চিত্রনাট্য এগিয়েছে। তাহলে চট করে দেখে নিন এই ছবির কিছু ঝলক আজকের বিনোদনের সাতকাহনে।