বিনোদন
ছবির শুটিংয়ে কলকাতা বিমানবন্দরে বঙ্গললনা কাজল, কোথায় হবে ছবির শুটিং?
Bangallana Kajol at the Kolkata airport in the shooting of the film, where will the shooting of the film be?

The Truth Of Bengal: শুক্রবার কলকাতায় এলেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁর নতুন এক ছবির শ্যুটিংয়ে অভিনেতা রনিত রায়ের সঙ্গে কলকাতা বিমানবন্দরে দেখা মিলল তাঁর। খবরের সূত্র অনুযায়ী পরিচালক বিশাল ফুরিয়ার মা ছবির জন্য কলকাতা এবং বোলপুরে শ্যুটিং করবেন তিনি। কিছুদিন আগে এই ছবির প্রযোজক অজয় দেবগণ রেইকি করতে কলকাতায় এসেছিলেন। তখন থেকেই খবর ছিল যে মার্চের গরমে বাংলায় শ্যুটিং করবেন কাজল। শুক্রবার কলকাতা বিমানবন্দরে কাজল নামতেই সেই খবরে সিলমোহর পড়ে গেল।