বিনোদন

এবার আর সিনেমা নয়, ওয়েব সিরিজ রুপে আসছে অবতার : দ্য লাস্ট এয়ারবেন্ডার

Avatar :The Last Airbender

The Truth of Bengal: দ্য লাস্ট এয়ারবেন্ডার একটি আমেরিকান অ্যানিমেটেড ফ্যান্টাসি অ্যাকশন টেলিভিশন সিরিজ। যা, তৈরি করেছেন মাইকেল দান্তে ডিমার্টিনো। এখানে দেখানো হয়েছে বিশ্বের পঞ্চতত্ত্বের মধ্যে চারটি উপাদান জল, পৃথিবী, আগুন বা বায়ু যা চীনা মার্শাল আর্টের দ্বারা অনুপ্রাণিত। এর আগে এই সিরিজটির একদম প্রথম অংশ আমরা দেখেছি সিনেমা রূপে।

২০১০ সালের ৯ জুলাই প্রথম সম্প্রচার শুরু হয় সেই সিনেমার। এরপর এর বেশ কিছু অ্যানিমেটেড সিরিজ আমরা দেখেছি। তবে এবার এই সিনেমাটি আসতে চলেছে ওয়েব সিরিজের রূপে। সম্প্রতি নেটফ্লিক্সে অবতার : দ্যা লাস্ট এয়ার বেন্ডারের ট্রেলার মুক্তি পেয়েছে।

যেখানে দেখা যাচ্ছে কিছু বিশেষ ব্যক্তিত্ব যাদের এই চারটি তত্ত্বের শক্তি রয়েছে। আর সেই শক্তির দ্বারা তারা লড়ছেন নিজেদের শত্রুর সাথে। একবার নেটফিক্সের সদ্য সম্প্রচারিত অবতার : দ্য লাস্ট এয়ার বেন্ডারের ট্রেলার দেখে আসতে পারেন। এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ এর ২২ শে ফেব্রুয়ারিতে।

 

Related Articles