বিনোদন

প্রথম রাখি বন্ধনে সামিল ছোট্ট  ভামিকা-অকায়, সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করলেন আনুষ্কা

Anushka took to social media to share a picture of her little sister-in-law, Akaya, on the first Rakhi Bandhan

Truth Of Bengal: ২০২১ সালে বিরাট-আনুষ্কার ঘর আলো করে আসে ছোট্ট ভামিকা। এর পর চলতি বছরের ফ্রেব্রুযারি মাসে দ্বিতীয়বার মা হওয়ার স্বাদ উপভোগ করেন আনুষ্কা। তাদের সংসারে  আসে ছোট্ট অকায়। ছেলে অকায়ের জন্মের আগে থেকে লন্ডনে থাকতে শুরু করেন বিরাট-আনুষ্কা। লন্ডনের এক হাসপাতালে জন্ম হয় ছেলে অকায়ের। তার কয়েক মাস পরে দেশে ফিরলেও এখন পাকাপাকি ভাবে লন্ডনে থাকতে শুরু করেছেন বিরাট-আনুষ্কা।

বর্তমানে এক মেয়ে আর এক ছেলে নিয়ে সুখের সংসার। বর্তমানে ভামিকার বয়স ৩ বছরের কিছু বেশি। ভামিকা ভাই অকায়ের থেকে ৩ বছর ৪ মাসের বড়ো। আগে একাই ছিল ভামিকা। এ বছর ঘরে ভাই এসেছে । তাই দিদি হিসাবে এই বছর প্রথম রাখি পরালেন। সেই ছবি আনুষ্কা তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। রাখি গুলির বিশেষত্ব হল সেগুলি কেনা নয় বরং হাতে বোনা উল দিয়ে খেলনা গাড়ির আদতে তৈরি এই রাখি। অনুষ্কা রাখি দুটি ছবি শেয়ার করে লিখেছেন ‘শুভ রাখি বন্ধন’।

উল্লেখ্য বিরাট – অনুষ্কা তাদের মেয়ে ভামিকার জন্মের পর থেকেই মিডিয়ার আলো থেকে দূরে রেখেছেন । অকায়ের ক্ষেত্রে একই রকম। সেলেব সন্তানদের মতো নয় সাধারণভাবেই বড়ো হোক তাদের সন্তান, এমনটাই চাই বিরুষ্কা। এমনি বিরাট – অনুষ্কা  নিজেও কখনো  তাদের সন্তানদের ছবি পোস্ট করেননি।

Related Articles