বিনোদন
Trending

মেয়ের বিয়েতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমির খান! পারফরম্যান্সের ভিডিও ভাইরাল করলেন মেয়ে নিজেই

The Truth Of Bengal: অনন্য চিন্তাভাবনার সমাহারে নূপুর ও ইরা খানের ৩রা জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেখানেই আমির খান তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তের সঙ্গে মঞ্চ মাতাচ্ছেন এমন ভিডিও শেয়ার করলেন আমির কন্যা তাঁর সোশ্যাল মিডিয়াতে। মুম্বাইতেই মূলত বন্ধু-বান্ধব ও পরিবারের সকলে মিলেই তাঁরা তাঁদের সম্পর্ক শুরুটা টানেন।

তারপর শনিবার ইরা তাঁর ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। মূলত সেলেবরা কিংবা সাধারণ মানুষ সকলেই বিয়ের বিভিন্ন মুহুর্তকে একত্রিত করে যেমন ভিডিও করে থাকেন। ঠিক তেমনই ইরা খানকেও এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি একটি লাল হৃদয় দিয়ে ভিডিওটিকে আপলোড করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

বেশকিছু আবেগপ্রবণ মুহুর্ত ও স্মৃতির গুচ্ছ এদিন তাঁর এই ভিডিওতে লক্ষ্য করা যায়। তাঁদের বিয়ের একগুচ্ছ মুহূর্ত এদিন ইরাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখার পর ভিডিওতে আমির খানের হাতে মেহেন্দি পড়ানো থেকে শুরু করে আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তকেও সেখানে সুন্দর পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল। যা একপ্রকার মন কেড়েছিলেন সকলের। শুধুমাত্র তাই নয়, এছাড়াও এদিন একাধিক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল নেটিজেনরা।

Related Articles