মসনদের লড়াইরাজ্যের খবর

Lok Sabha Election 2024: কোন পেশার মানুষের জন্য পোস্টাল ব্যালটে ভোট? জানুন

Lok Sabha Election 2024: Postal ballot voting for people of any profession? get to know

The Truth Of Bengal: শুধু ভোট কর্মীরাই নন, একাধিক পেশার মানুষ পোস্টাল ব্যালটে দিতে পারবেন ভোট। তবে
কোন কোন পেশার মানুষেরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তা জেনে নিন….

ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। এমতাবস্থায় এমন অনেক মানুষ রয়েছেন যারা ভোট দেওয়ার জন্য বুথের দরজা পর্যন্ত পৌঁছাতে পারেন না। বাধা হয়ে ওঠে তাদের পেশা। পেশার টানে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন না। হয়তো কারো পেশা তিনি একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি হয়তো সকাল থেকে ভেবে রেখেছেন ভোট দিতে যাবেন। কিন্তু হঠাৎ করে ডাক পড়ল কোন এক মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভোট দেওয়ার ভাবনা শিকেয় তুলে  তাকে তৎখনাত অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়োতে হল মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য।

এই যেমন সংবাদ মাধ্যমের কর্মী। ভোটের দিন অন্যদিনের থেকে বেশি কাজের চাপ। আর তাই ভোটের খবর অন্যের কাছে পৌঁছে দিতে নিজের ভোটটাই দেওয়া হয়ে ওঠে না। যেমন দুধ সরবরাহকারী। শিশুদের মুখে তুলে দিতে হবে দুধ। ভোটের কথা ভুলে নিজের কাজেই ব্যস্ত থাকেন। স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ কর্মী এরকম বহু আপদকালীন বিভাগের কর্মীরাও সরাসরি বুথে যেতে পারেন না ভোট দিতে। এইসব পেশার মানুষের জন্য ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগী হল নির্বাচন কমিশন। যাঁরা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার। এই নিয়ে মুখ্য চনির্বাচনী আধিকারিকের দফতরে হয়ে গিয়েছে বৈঠক। বৈঠকে একাধিক আপৎকালীন পেশার সঙ্গে জড়িত মানুষদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে তাদের সকলের ভোট এবার নিশ্চিত করে দেওয়া হয়েছে পোস্টাল ব্যালাটে ভোট দেয়ার অধিকার দিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন পেশার মানুষেরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন :রেল ও মেট্রো রেলের সঙ্গে যুক্ত, রেল ট্রান্সপোর্টৈর সঙ্গে জড়িত, দুধ সরবরাহের সঙ্গে যুক্ত, স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, দমকল, ট্রাফিক পুলিশ, জেল, এক্সাসাইজ, ট্রেজারি সার্ভিস, ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, অ্যাম্বুলেন্স সার্ভিস, পুলিশ, সিভিল ডিফেন্স এন্ড হোমগার্ডস, ফুড সিভিল সাপ্লাইজ, বিদ্যুৎ দফতর, পিডব্লিউডি, সংবাদ মাধ্যম।

Related Articles