শিক্ষা

গরমের ছেঁকার মাঝেই রাজ্য জয়েন্ট এন্ট্রাস এক্সাম, পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক ORS, জেনারেটর

WBJEE exam on sunday

The Truth of Bengal : ২৮শেএপ্রিল রবিবার শুরু হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। একদিকে লোকসভা নির্বাচন চলছে রাজ্যে। এই ভোট আবহের মধ্যেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম পরীক্ষার দিন পড়েছে। কিন্তু এই সময়ে স্কুল, কলেজ পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলার প্রায় কয়েক লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য দিন রাত এক করে দেন। তাঁদের এই গুরুত্বপূর্ণ দিনে যাতে কোনোভাবে গরম কোপ না বসাতে পারে তার জন্য আগেভাগেই সুবন্দোবস্ত করে রাখার সিদ্ধান্ত জয়েন এন্ট্রান্স বোর্ডের। পরীক্ষা দেওয়ার জন্য প্রায় ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন নাম নথিভুক্ত করেছে। বিগত বছরের তুলনায় প্রায় ১৮ হাজার বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবেন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩৮৮টি। পরীক্ষা শুরুর প্রথম পর্যায়ে অঙ্ক পরীক্ষা ১১ টা থেকে ১টা ও দ্বিতীয় পর্যায়ে পদার্থবিদ্যা পরীক্ষা ২টো থেকে ৪টে।

তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট পরিমাণ ওয়ারএস ও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রের জলের বোতল নিয়ে ঢোকার নির্দেশ নেই, তাই বোর্ডের তরফেই মেটাানো হবে পরীক্ষার্থীদের তেষ্টা। এর সাথেই প্রতিটি কেন্দ্রে জেনারেটর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যাতে কোন প্রকার লোডশেডিং হলেও ছাত্র-ছাত্রীদের গরমে অসুবিধার মুখে না পরতে হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু গরমের দাপটও বাড়বে তাই সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার বার্তা পরীক্ষার্থীদের। সকাল ৯টায় খুলে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্র।

Related Articles