শিক্ষা

রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফলাফল প্রকাশ, রেজাল্ট কীভাবে জানবেন? দেখে নিন!

State Joint Entrance Exam Results Released

The Truth of Bengal,Mou Basu: গত ২৮ এপ্রিল হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। খুব শিগগিরই প্রকাশিত হবে পরীক্ষার ফল। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য যে সর পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তাঁরা নিজেদের ফল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ‘wbjeeb.nic.in’ মারফত অনলাইনে পরীক্ষার ফল দেখতে পারবেন। স্কোর কার্ড ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফলের পাশাপাশি ফাইনাল আনসার কি, কাট অফ, মেধাতালিকাও প্রকাশিত হবে। ২৮ এপ্রিল ২টি শিফটে পরীক্ষা নেওয়া হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পত্র গণিত আর দ্বিতীয় অর্ধে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হয় দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়নের ওপর পরীক্ষা। গত ৬ মে বেরিয়েছে প্রভিনশিয়াল আনসার কি। ৯ মে অবজেকশন উইন্ডো বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ বন্ধ হয়। ২২ মে বেরিয়েছে ওএমআর শিট। ২০২৩ সালে ৯৭,৫২৪ পরীক্ষার্থীর মধ্যে ৯৯.৪% সফল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়।

Related Articles