সম্পাদকীয়

বাংলা নিয়ে উচ্ছ্বসিত দেশ-সেরা শিল্পপতিরা

The country's best industrialists are excited about Bengal

Truth Of Bengal: বাংলা কেন বিনিয়োগের জন্য সেরা? বাণিজ্য সম্মেলনের মঞ্চে দেশের শিল্প মহলের কাছে তার একাধিক কারণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই কথা যে স্রেফ কথার কথা নয়, তা বুঝিয়ে দেন শিল্পপতিরা। বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৪ লক্ষ ৯৫ হাজার ৪৯৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য। কে ছিলেন না এবারের শিল্প সম্মেলনে?

দেশের সেরা শিল্পপতি রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানি যেমন ছিলেন, তেমনই ছিলেন সজ্জন জিন্দাল, সঞ্জয় পুরীর মতো শিল্পপতিরা। দেশের শিল্পমহল যাদের হাত দিয়ে আবর্তিত হয়, সেই শিল্পপতিরা বাংলার শিল্পবান্ধব পরিবেশ নিয়ে উচ্ছ্বসিত। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁরা আরও আস্থা দেখিয়ে নানা প্রকল্প রূপায়নের কথা ঘোষণা করেন।। । এই নিয়ে রাজ্যে অষ্টমবার বাণিজ্য সম্মেলন হল। প্রতিটি সম্মেলন থেকে রাজ্যের প্রাপ্তি হয়েছে অনেক। তবে এবার সব ছাপিয়ে গেল। রাজ্যের শিল্প মানচিত্রের অবস্থা বদলাতে মুখ্যমন্ত্রী যে নিরন্তর চেষ্টা চালিয়ে আসছেন এবার তার ফল মিলছে। বাংলাকে দেশের অন্যত সেরা শিল্প-গন্তব্য হিসেবে মনে করছেন শিল্পপতিরা। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সবার আগে সচেষ্ট হয়েছিলেন শিল্প পরিকাঠামো গড়তে।

তাতে একদিকে যেমন রাজ্যের সমৃদ্ধি হবে, তেমনই রাজ্যের যুবক-যুবতীদের বিপুল কর্মসংস্থানের সুযোগও থাকবে। বাংলার শিল্প বদনাম ঘোচাতে অনেক কিছুতে বদলে আনেন মুখ্যমন্ত্রী। শিল্পে ধর্মঘট এখন অতীত। ‘ওয়ান উইন্ডো’ সিস্টেমে সব কিছু এক জায়গায় পাওয়া। আছে রাজ্যের নিজস্ব ল্যান্ড ব্যঙ্ক। গোটা দেশের কাছে বাংলার এই ইতিবাচক দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের বোঝান কেন বিনিয়োগের জন্য আদর্শ এই বাংলা। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কম উদ্যোগ নিতে হয় না। বা কম পরিশ্রম করতে হয় না। আসলে রাজ্যের ভালর জন্য মুখ্যমন্ত্রী আপসহীন। রাজ্যের যুবকরা রাজ্যেই কাজ পাবে- এই ভাবনায় শিল্পপতিদের কাছে তাঁর আহ্বান। নিজের ঘর মনে করে বাংলায় আসুন, বিনিয়োগ করুন। বাংলা আপনাকে খালি হাতে ফেরাবে না। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঐগিয়ে আসছেন দেশের সেরা শিল্পপতিরা।

Related Articles