৫০০ বছর ধরে সিউড়ি নওয়াডিহি গ্রামে চলে আসছে চার হাতে দুর্গার পূজা
Durga Puja has been going on for 500 years in Siuri Nawadihi village

Truth Of Bengal: বীরভূম জেলার সিউড়ি থেকে ১২ কিলোমিটার দূরত্বে পশ্চিমে অবস্থিত নগরী পঞ্চায়েতের নওয়াডিহি গ্রাম। এই নওয়াডিহি গ্রামের মজুমদার বাড়ির পরিবারের দুর্গা পুজোর আনুমানিক ৫০০ বছরের পুরনো। মায়ের এই চতুর্ভূজা মূর্তির কাঠামো বেঁধে রাখা। পশ্চাতে এর একটি কাহিনী ও প্রচলিত কথা আছে। মজুমদার বাড়ি পরিবারের দুই ভাই লালমোহন মজুমদার ও সাধন মজুমদার শোনালেন সেই আশ্চর্য কাহিনী।
মজুমদার পরিবারের কয়েকজন পুরুষ আগে দৌহিত্র সূত্রে এই দুর্গা পূজার অধিকার পান শোনা যায়, একজন সিদ্ধ পুরুষ মাকে এইভাবে স্বপ্নাদেশ হয়ে পঞ্চম মন্দির আসনের উপর প্রতিষ্টা করে মায়ের পুজোর প্রচলন করেছিল। এখনো পর্যন্ত তার নির্দেশিত পথে পঞ্চ মন্দির আসনের উপরেই মায়ের পুজো হয়ে আসছেন। এই মা খুব জাগ্রত প্রত্যেকদিন বলিদান এর সময় বা বিসিএস করে সন্ধ্যে পুজোর সময় মা যেন জেগে ওঠে ঝলমল করে ওঠে মায়ের মুখ।
একবার সন্ধি পূজার সময় মা নড়তে কাঠামো কাঠ কাঁপতে শুরু করেছিল যেন মনে হচ্ছিল মায়ের মূর্তি যেন কাঠামো শুদ্ধ পড়ে যাবে। অথচ চার পাশ শান্ত কোথাও কোন কম্পন অনুভূতি হয়নি তারপর থেকেই মায়ের স্বপ্নের দেশে অনুসারে প্রত্যেকবার পুজোর কয়েকদিন মায়ের কাটানোর পেছনের দিয়ে সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়। যা এখনো পর্যন্ত সেই পুজোর সময় মায়ের কাঠামো বেদীর ওপর উঠানোর পর বেঁধে রাখে পুজোর চার দিন। এছাড়াও আরো নিয়ম আছে ভাদ্র মাসে কোন এক সময় মায়ের গায়ে মাটি বলে পড়তে হবে। এখনো পর্যন্ত সেই নিয়ম মেনেই পূজিত হয়ে আসছে চার হাতের সেই দেবী দুর্গা। এই পুজো দেখতে গ্রামের মানুষের পাশাপাশি বহু দূর দুরন্ত থেকে মানুষ ভিড় জমান সেই পুজো চার দিন, নগরীর নওয়াডিহি গ্রাম আজও সেই রীতি মেনেই পুজো হয়ে আসছে ৫০০ বছর ধরে এই দেবী দুর্গার।