দুর্গাপুজো ২০২৪রাজ্যের খবর

একেবারে যেন ‘বঙ্গ তনয়া’! শ্রীভূমির প্যান্ডেলে হাজির মনু ভাকের

Just like 'Banga Tanaya'! Manu Bhaker appeared in Sreebhumi pandal

Truth Of Bengal : দ্বিতীয়াতে প্রথমবার কলকাতায় উপস্থিত হলেন প্যারিস অলিম্পিকসে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এ শামিল হতে হরিয়ানার তরুণী পা রাখলেন কলকাতায়। এদিন দমদম বিমানবন্দরে নেমে সোজা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজোয় হাজির হন তিনি। শনিবার সকালে নিজের রাজ্যে হরিয়ানায় প্রথমবার তার ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। হাটে ভোটের কালি নিয়ে হরিয়ানা থেকে বাংলায় এসে ঠাকুর দেখতে শুরু করলেন মনু।

অলিম্পিকের জোড়া পদকজয়ী বলেন, ” সত্যি কলকাতার পুজোর পরিবেশ দারুন।” শ্রীভূমির পূজোর এ বছরের থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি ব্যাঙ্কটেস বালাজি মন্দির। প্রতিমার সাজ সজ্জা নজর কাটছে সাধারনের। এবছর শ্রীভূমির পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছরের মতো এ বছরও কয়েক কেজি সোনার সাজিয়ে তোলা হয়েছে প্রতিমাকে।

 

বিকেল থেকে মন খারাপের বৃষ্টিতে ঘরবন্দী ছিল সাধারণ মানুষ। কিন্তু সন্ধ্যায় বৃষ্টি থামতেই ফের বিভিন্ন পূজা মন্ডপে মানুষের ঢল নামতে দেখা যায়। বেহালা থেকে বেলগাছিয়া, দমদম থেকে টালিগঞ্জ মানুষ এখন রাস্তায়। বেহালা ক্লাবের লাইনে দাঁড়ানো এক ব্যক্তি বলেন, ” ভেবেছিলাম তৃতীয়ায় ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবো। কিন্তু এখন দেখে মনে হচ্ছে অষ্টমীর রাতের ভিড়।”

Related Articles