
Truth Of Bengal: ফুটবলের মহাতারকা রোনাল্ডো কত দিন পর্যন্ত খেলা চালাবেন তা হয়তো জানেন না তার ফুটবল বিশ্বের সমর্থকেরা। তবে এখনই যে তিনি অবসর নেবেন না তাও স্পষ্ট। ৩৯ বছর বয়সেও সমানতালে গোল করছেন, খেলা চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে সিআরসেভেন জানিয়েছেন, তিনি যখন জাতীয় দল থেকে অবসর নেবেন, কাউকে আগে থেকে কিছু জানাবেন না। তার দিক থেকে সিদ্ধান্তটা হবে ভীষণ সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি। রোনাল্ডোর মতে, এই মুহূর্তে নেশনস লিগ রয়েছে এবং তিনি পর্তুগালের হয়ে আসন্ন ম্যাচগুলি খেলতে চান ।
দিন কয়েক আগে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স- পর্তুগাল। সেই ম্যাচে হারতে হয় পর্তুগালকে। হারতে হয় রোনাল্ডোকে। হেরে বিদায় নিতে হচ্ছে পর্তুগালকে, সেই সঙ্গে বিদায় নিতে হচ্ছে সিআরসেভেনকেও। কারণ আগেই রোনাল্ডো জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো। মধুর সমাপন হয়নি।
এদিন খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুই দলই গোলের দেখা পায়নি। যদিও এখনই অবসরের পথে হাঁটবেন না রোনাল্ডো। তিনি যে বয়সে পৌঁছে গেছেন সে বয়সে এসে বহু খেলোয়াড় ই অবসর নিয়ে নেন। কিন্তু রোনাল্ডোর ব্যতিক্রমী। তার পা এখন ই থামবে না। ফুটবলের প্রতি দায়ী তথ্য তার পা। খেলা চালিয়ে যাবেন এখনো। তবে এই ইউরো যে তার শেষ ছিল তা এর আগে বহুবার বলেছেন তিনি।