রাজ্যের খবর

ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবীকে উত্তাল নদী থেকে উদ্ধার প্রশাসনের

The administration rescued the fisherman who fell from the trawler from the raging river

Truth Of Bengal : পাথরপ্রতিমা : জাহেদ মিস্ত্রী : ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবীকে উত্তাল নদী থেকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার প্রশাসনের। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমার রামগঙ্গা সংলগ্ন বকচোরা নদীতে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর মৎস্যজীবীর ট্রলার রামগঙ্গা নদীতে নোঙ্গর করেছে। হঠাৎ করে হরি মজুমদার নামে এক মৎস্যজীবী এফ বি সত্যনারায়ণ নামক ট্রলার থেকে নদীতে পড়ে যায়। চতুর্দিকে চিৎকার চেঁচামেচি পড়ে যায়। ঠিক তখনই পাথর প্রতিমা থানার ওসি প্রসেনজিৎ জানা, কনস্টেবল অনুরুদ্ধ মাইতি এবং সেভিক সমীর চাউলিয়া পাথরপ্রতিমা ঘাটে ডিউটিতে ছিলেন। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সেবিক সমীর চাউলিয়া ও স্থানে স্থানীয় যুবক মানস মাইতি নদীতে ঝাঁপিয়ে পড়ে, ওসি প্রসেনজিৎ জানা এবং অনুরুদ্ধ বাবু পুলিশের নৌকা নিয়ে তাকে তোলার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত সেভিক এবং স্থানীয় যুবক হরি মজুমদারকে ধরে উপরে তুলে নিয়ে আসে। নিয়ে যাওয়া হয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।