রাজ্যের খবর

চিকিৎসকদেরই নজিরবিহীন হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর

Trinamool MP of Bankura Arup Chakraborty's unprecedented warning of doctors

Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটানা আন্দোলনে চিকিৎসক সমাজের একটি বড় অংশ। এবার সেই আন্দোলনরত চিকিৎসকদেরই নজিরবিহীন হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাতটা মুচড়ে দেবে’, হুঁশিয়ারী দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী। রবিবার বিকেলে ‘আর.জি করের ঘটনায় অভিযুক্তদের ফাঁসি’র দাবিতে বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত এক মিছিল শেষে আকাশ মুক্ত মঞ্চে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে তৃণমূল সাংসদ আরও বলেন, “এতো দিন কিছু বলিনি, এবার দলনেত্রী, রাজ্য সরকার ও তৃণমূলের নামে কেউ কূৎসা করলে আর রেহাই মিলবেনা, আর রবীন্দ্র সঙ্গীতও বাজবেনা…”। বাকিটা বুঝে নিতে হবে বলে তিনি জানান।

এছাড়াও ওই সভা মঞ্চ থেকেই, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত ও কর্মবিরতিতে থাকা ডাক্তারী পড়ুয়াদেরও কড়া হুঁশিয়ারী দেন তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্ত্তী। তিনি বলেন, “আমার কাছে খবর আছে ওই হাসপাতালের ডাক্তার বাবুরা ধর্ণার নামে বেড়াতে যাচ্ছে।  আবার কেউ বাড়ি যাচ্ছে বলে তিনি দাবি করেন।

অরুপ চক্রবর্ত্তী এদিন পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তবে জেলা পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা শোনা তাঁর মুখে। তিনি বলেন, ‘একজন ভালো মানুষ পুলিশ সুপারের সুযোগ কোন কোন থানার আধিকারিক বিজেপি-সিপিআইএমকে সুযোগ করে দিচ্ছেন। মনে রাখবেন আপনাদের রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে’। নিরপেক্ষভাবে কাজ করুন তৃণমূল কর্মীরা সব নজর রাখছে বলে তিনি দাবি করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও নিজের অবস্থানে অনড় থাকেন অরুপ চক্রবর্ত্তী। তিনি বলেন, “তৃণমূলের নামে কূৎসা করলে আর রবীন্দ্র সঙ্গীত গাইবোনা, ব্যবস্থা নেবে কর্মীরা”। এছাড়াও কর্মবিরতিতে থাকা ডাক্তারী পড়ুয়াদের নাম করে বলেন, “জনরোষ হবে যদি চিকিৎসকরা অবরোধের নামে বাড়ি যায় কিংবা বয়ফ্রেণ্ডকে নিয়ে ঘুরতে যায়। বিনা চিকিৎসায় রোগী মারা গেলে মানুষ ছেড়ে কথা বলবেনা বলেও তিনি হুঁশিয়ারী দেন”।

Related Articles