ম্যাচ বাতিলের পরেও বহাল প্রতিবাদ, আরজি কর কাণ্ডে রাস্তায় দুই দলের সমর্থকরা
The protest continued even after the cancellation of the match

Truth Of Bengal : রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মূলত নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। নিরাপত্তার কারণে প্রশাসন কোন রকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই বাতিল করা হয়েছে রবিবারের ডার্বি। এবার এই ডার্বি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন অমিত মালব্য।
In an unprecedented move, Mamata Banerjee’s Police has cancelled Kolkata’s most awaited football match, the East Bengal vs Mohun Bagan derby, scheduled for 18th Aug. The tickets were all sold out. REASON GIVEN: inability to provide security for the game.
It speaks volumes about… pic.twitter.com/5PQCTwKH4r
— Amit Malviya (@amitmalviya) August 18, 2024
এক্স হ্যান্ডলে পোস্ট করে অমিত মালব্য লিখেছেন, ‘একটি অগণতান্ত্রিক পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতার সবচেয়ে প্রতীক্ষিত ফুটবল ম্যাচ, ১৮ অগাস্ট ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি বাতিল করেছে। টিকিট সব বিক্রি হয়ে গেছে। খেলার নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণ দেখিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছে। যদি তারা ৬০ হাজার মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম হয়, তবে রাজ্যের ১০ কোটি মানুষের কথা বাদই দিন।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয়ের সমর্থকরা আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে যাওয়ার করার পরিকল্পনা করছিল, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি।
শনিবারই সল্টলেক স্টেডিয়ামে রবিবারের ডার্বি বাতিল করে দেওয়া হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। রবিবার বিকেলে সল্টলেক স্টেডিয়ামের ভিআইপি গেটের বাইরে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর পুলিশ। বর্তমানে এখন প্রতিদ্বন্দ্বিতা ভুলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এক প্রতিবাদে শামিল হয়েছে। খেলার মাঠে তাদের লক্ষ্য আলাদা হলেও এখন কিন্তু তাদের লক্ষ্য একটাই, আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তি। হ্যাঁ, আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন দুই সাধারন মানুষ সহ দুই দলের খেলোয়াড়রা।
Not at all the right example to our society. We deserve better and justice should be served. pic.twitter.com/o0JfLuofJW
— Pritam Kotal (@KotalPritam) August 17, 2024
প্রসঙ্গত, ১৮ আগস্ট রবিবার কলকাতার ডার্বি ম্যাচ ছিল। রাজ্যে বর্তমানে যে রকম পরিস্থিতি চলছে সেই কারণে কোন রকম ঝুঁকি না নিয়ে ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে এই ম্যাচ শুরুর কথা ছিল।