অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকের সামনে মনু ভাকের, নজির গড়বেন তিনি
Before Manu Bhaker's hat-trick of medal wins at the Olympics, he will set a precedent

The Truth Of Bengal: ভারত আরো একটি পদকের দোরগোড়ায় দাঁড়িয়ে। সেই পদক আসতে পারে ফের শুটিং বিভাগ থেকে। পদকের ঝলকানি দিতে পারেন মনোভাকের। অনন্য নজিরের সামনে কার্যত ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় এই প্রতিযোগী মনু ভাকের ।
মহিলাদের ২৫ মিটার রাইফেলের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় শুটার । তার সামনে কার্যত ইতিহাসের হাতছানি রয়েছে। পদক জিতলে তিনি এক নজির গড়বেন। মনোভাবের যেমন স্বপ্ন দেখাচ্ছেন তেমন স্বপ্ন যেন দেখছেন। শনিবার দুপুর ১ টা নাগাদ মহিলাদের ।
দেশের পতাকা কবিতার শহর প্যারিসে তিনি সসম্মানে গর্বের সঙ্গে তুলে ধরবেন বলে দেশবাসীর প্রত্যাশা। মনু ভাকের যেভাবে একের পর এক ব্রোঞ্জ পদক জয়লাভ করে দেশকে গর্বিত করেছেন সেখানে ফের আগামীকাল তিনি পদক জিতে চলেছেন।মনোভাবের মহিলাদের ২৫ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে উঠেছেন। তিনি ৫৯০ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। তবে যিনি প্রথম হয়েছেন তার পয়েন্ট ভেরুনিকা ৫৯২ পয়েন্ট । আগামীকাল প্যারিসে মনুসংহিতা রচিত হতে চলেছে বলেই দেশবাসীর মত। মনু প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে আগেই নজির গড়েছেন। এবার তিনি ইতিহাসের দরকরায় দাঁড়িয়ে। পরপর তিনটি পদক অলিম্পিক্স থেকে যদি তিনি জয়লাভ করেন তা অন্যান্য নজির হবে কারণ এর আগে