বেকারত্বের যুগে বড় ধাক্কা! ইনটেল ১৮হাজার কর্মী ছাঁটাই করছে, খরচ বাঁচবে ২০বিলিয়ন ডলার, দাবি কর্তৃপক্ষের
Big shock in the era of unemployment! Intel is laying off 18,000 workers, the cost will save 20 billion dollars, a big blow in the unemployment era of the authorities! Intel is laying off 18,000 workers, saving $20 billion, authorities claim

The Truth Of Bengal: তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রে ইনটেল একটি নামজাদা সংস্থা।সেই সংস্থা তাঁদের খরচ কমানোর প্রয়াস নিল।ঠিক করেছে ১৮হাজার কর্মী ছাঁটাই করবে। প্রায় ১৫শতাংশের কাছে কর্মীদের কমিয়ে দিতে চায়।মূলতঃ ২০বিলিয়ন ডলার খরচ কমাতে এই সিদ্ধান্ত ইনটেল নিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।কেন এভাবে ইনটেল এই কর্মী সংখ্যা কমাতে চাইছে।আসলে ১.৬বিলিয়ন ডলার ক্ষতি হওয়ায় এই সিদ্ধান্ত বলে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে।প্যাট গেলসিনগার জানিয়েছেন, সংস্থার দ্বিতীয় আর্থিক বর্ষে কোম্পানির সাফল্য সেরকম আশাপ্রদ নয়।এমনকি মূল উত্পাদিত সামগ্রী বা পদ্ধতিগত প্রযুক্তির বিকাশেও কাজে সেভাবে সাফল্য আসছে না।তাই সংস্থা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে,দ্বিতীয় আর্থিক সময়ে মূলতঃ প্রত্যাশিত সাফল্য মেলেনি বলেও সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে। এক্ষেত্রে ইনটেলের কৃত্রিম বুদ্ধিমত্তার পিসি প্রোডাক্টে বড় ধাক্কা এসেছে বলেও সংস্থাটি জানিয়েছে।
ডেভিড জিনসনার এই অভ্যন্তরীণ বিষয়ে আলোকপাত করতে গিয়ে জানিয়েছেন,তাঁরা যেরকম সাফল্যের আশা করেছিলেন , সেই ধরণের উত্পাদন ভিত্তিক বিকাশ হয়নি। তাই ব্যয় সঙ্কোচ করে লাভ করার চেষ্টা করা হচ্ছে বলেও পরিষ্কার করেছেন তিনি। ব্যালেন্স বা আয় ব্যয়ে ভারসাম্য রাখার জন্যই মূলতঃ কর্মীসঙ্কোচন করা হচ্ছে বলেও ইনটেলের শীর্ষ কর্তারা জানিয়েছেন। গত বছরে ইনটেলের কর্মী সংখ্যা ছিল ১বক্ষ ২৪হাজার ৮০০।এই অবস্থায় ১৮হাজার কর্মী ছাঁটাই করলে অনেকটাই কর্মী কমে যাচ্ছে এই বিশ্বমানের সংস্থার।বিশেষ করে এআই নির্ভর প্রযুক্তিকে কাজে লাগিয়ে সংস্থাটি যখন বিকাশের পথে এগিয়ে যেতে চাইছে তখন এই সিদ্ধান্ত কর্মীদের কাছে বড় ধাক্কা বলা যায়।এর আগে জুন মাসে ইনটেল জানায় ইজরায়েলে তাঁদের সংস্থার সম্প্রসারণের পরিকল্পনা তারা স্থগিত রাখছে। ইজরায়েলে নতুন ইউনিট গড়ে উঠলে আরও ১৫শতাংশ চিপ বেশি উত্পাদন করা যেত বলে সংস্থার কর্মীরা মনে করেন।
কেন ইনটেল এই ধরণের সিদ্ধান্ত নিল ?
১৯৬৮ সালে পদার্থবিদ রবার্ট নয়েস এবং রসায়নবিদ গর্ডন মুর একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রাথমিক নামকরণ করা হয়েছিল ‘মুর নয়েস’ ।সেই সংস্থা পরে আড়ে বহরে বেড়ে যায়।সেই সংস্থার নামকরণ করা হয় ইনটেল।আসলে এই সংস্থাটি ইন্টিগ্রেটেড ইকেলট্রনিক বা ইনটেল নাম নেয়।এখন সংস্থার চিপ তৈরির কাজ জোরদারভাবে চলছে।কিন্তু প্রতিযোগিতার বাজারে জায়গা ধরে রাখতে তারা খরচ কমাতে চায়।সেই জন্য ইনটেল সংস্থা এভাবে বিপুল কর্মী সঙ্কোচন করছে বলে তাঁদের শীর্ষ কর্তারা জানিয়েছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম এই সংস্থা বলছে,বাজারের বর্তমান অবস্থা অনুযায়ী এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।পুঁজির যোগান ঠিক রাখতে এছাড়া কোনও উপায় তাঁদের কাছে খোলা ছিল না বলেও সংস্খাটি তুলে ধরেছে।বলা যায়,এনভিডিয়া,এএমডি,কোর্য়ালকমের মতো প্রযুক্তি নির্ভর সংস্থার সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি এই ইনটেল সংস্থা।বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রযুক্তির বিকাশে এই মার্কিন সংস্থা এগিয়ে যেতে চায়।সেজন্য চিপ তৈরির কাজকে তারা অগ্রাধিকার দিচ্ছে। এখন আগামীদিনে বিশ্বমানের সংস্থা কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত কার্যকর করার পর তাঁদের প্রচার-প্রসার কতটা ধরে রাখতে পারে তাই দেখার।