গান এন্ড শেল ফ্যাক্টারির উৎপাদন ক্ষমতা বাড়াতে আধুনিকীকরণ
Modernization of Gun & Shell Factories to increase production capacity

The Truth Of Bengal: কলকাতার গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। সন্ধ্যায় তিনি কারখানার কার্যপ্রণালী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
এরপর উৎপাদন বৃদ্ধি করতে কারখানায় যেসব অত্যাধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে সেগুলিও পরিদর্শন করেন।
তিনি গান এন্ড শেল ফ্যাক্টরীর উৎপাদন সক্ষমতা, আধুনিকীকরণের লক্ষ্যে বর্তমান প্রকল্প এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন এবং কারখানার গুণগতমান ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য কারখানার আধিকারিক ও শ্রমিকদের ভুয়শী প্রশংসা করেন।
এডভান্সড ওয়েপনস এন্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর রাজেশ চৌধুরী এডভান্সড ওয়েপনস এন্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের এবং রাজেশ কুমার পান্ডে, এক্সিকিউটিভ ডিরেক্টর গান এন্ড শেল ফ্যাক্টরির সাম্প্রতিক সাফল্য মন্ত্রীর সামনে তুলে ধরেন।