সাইদ জালিলিকে হারিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মাসুদ পেজেশকিয়ান
Masoud Pezeshkian won the presidential election of Iran by defeating Saeed Jalili

The Truth of Bengal: অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘদিন পর স্থায়ী প্রেসিডেন্ট পেতে চলেছে ইরানের মানুষজন। আর এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন পেজেশকিয়ান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মোট ৪ জন। পার্লামেন্ট সদস্য পেজেশকিয়ান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জালিলির পাশাপাশি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘলিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের আর এক সদস্য, কট্টরপন্থী নেতা মোস্তাফা পুরমহাম্মদি-কে দেখা যায় প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইতে।
গত ২৮ জুন প্রথম দফার নির্বাচন হয়। নির্বাচন শেষে দেখা যায়, ৪ জনের মধ্যে কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। তাই ইরানের সংবিধান মেনে, দ্বিতীয় দফার ভোট হয় শুক্রবার। প্রথম দফায় ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সংস্কারপন্থী নেতা, পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ পেজেশকিয়ান । আর ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন জালিলি। প্রথম দফার নির্বাচনে ইরানের ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৪০ শতাংশ ভোট দিয়েছিলেন।
১৯৭৯ সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে কম ভোটদানের ঘটনা। তবে শুক্রবার দ্বিতীয় দফায় ৪৯.৮ শতাংশ ভোটদাতা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন। প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির। তাঁর সঙ্গে একই চপারে থাকা ইরানের বিদেশমন্ত্রীরও মৃত্যু হয়েছিল। আর এরপরেই ইরানের সংবিধান মেনে ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন শুরু হয়ে যায়। আর সেই লড়াই শেষেই এবার জয় হল পেজেশকিয়ানের।