রাজ্যের খবর

একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ঘুরপথে চলছে যান চলাচল

National highway number 10 is closed due to collapse at several places, traffic is moving on a detour

The Truth Of Bengal : একটানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। যার কারণে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক কের একাধিক জায়গায় ধস। পর্যটক ও সাধারন মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ঘুর পথে চলছে যান চলাচল। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তাই সেই কথা মাথায় রেখে আপাতত কালিম্পং প্রশাসন ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

একটি নির্দেশিকায় দিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে আপাতত যান চলাচল বন্ধ থাকছে। তবে শিলিগুড়ি থেকে কালিম্পং পৌঁছানোর জন্য বিকল্প রাস্তা ব্যবহারে নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে যদি কালিম্পং পৌঁছাতে হয় তাহলে সেবক,লাভা,গরুবাথান হয়ে কালিংপং পৌঁছান যাবে। অপরদিকে সিকিমেও একাধিক জায়গায় ধসের খবর মিলেছে। প্রশাসনিক সূত্রে খবর টানা বৃষ্টি যদি এভাবে চলতে থাকে তাহলে ১০ নম্বর জাতীয় সড়ক কেরামতি করতে বেশ বেগ পেতে হবে। তবে যুদ্ধকালীন তৎপরতায় দশ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ চলছে। সিকিমেয় একই রকম ভাবে ধস সরানোর কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতি করার কাজও চলছে।

Related Articles