বিনোদন

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’, টিকিটের দাম আকাশছোঁয়া

Much awaited movie 'Kalki 2898 AD' released, ticket prices sky high

The Truth Of Bengal :  আজই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি 2898 AD’। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস, কমল হাসান ও বলিউড ডিভা দীপিকা পাডুকোন। এছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও টলিউডের শাশ্বত মুখোপাধ্যায়। মাল্টি স্টারকাস্ট নিয়ে তৈরি এই ছবি তেলেগু, কন্নড়, হিন্দি সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগেও বিভিন্ন জায়গায় ছবির টিকিটের অগ্রিম বুকিং নিয়ে ঝড় তুলেছে ‘কালকি’।

শুধু দেশেই নয় বিদেশেও ব্যাপকহারে বিক্রি হয় ছবির টিকিট। বিভিন্ন জায়গায় চাহিদা অনুযায়ী টিকিটের দাম ও বিক্রির পরিমাণও বাড়ানো হয়। মুম্বইয়ের মতো বড়ো বড়ো শহরগুলিতে ছবির টিকিটের দাম ২৩০০ টাকা ছাড়িয়েছে। BOOK MY SHOW-থেকে জানানো হয়েছে টিকিটের এতটাই চাহিদা যে তাদের সার্ভার বহুবার ক্র্যাশ করেছে।

এর আগে ছবির ট্রেলার মুক্তি পেতেই ছবিতে অভিনীত তারকাদের লুক নজর কাড়ে ভক্তদের। বিগ বাজেট এই মুভির ট্রেলার মুক্তির পর থেকেই একটা প্রশ্ন ঘুরতে থাকে শাহরুখ অভিনীত জাওয়ানকে কি টক্কর দিতে পারবে ‘কল্কি’? আজ মুক্তির প্রথম দিনেই বিভিন্ন সিনেমা হল গুলিতে ভক্তদের ঢল উপচে পড়ে। টিকিটের চাহিদা দেখে বিভিন্ন জায়াগায় অতিরিক্ত শো অনুমোদন করা হয়। ভক্তদের এই ভালোবাসা দেখে ছবির নির্মাতাদের দৃঢ বিশ্বাস বক্স অফিসে ২০০ কোটি টাকা গন্ডি পেরোনো অবশ্যম্ভাবি।

Related Articles