রাজ্যের খবর

বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর, অবৈধ দখলদারদের পক্ষ নেওয়ায় রাজনৈতিক তরজা

Shuvendur warns of standing in front of bulldozers, political tarja for siding with illegal occupiers

The Truth Of Bengal : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর পরিছন্নতার কথা বলেছেন। শুধু শহর নয়, গোটা রাজ্যে যেসব অবৈধ দখলদারি হয়েছে তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন রং না দেখে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশের পর রাজ্য জুড়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ। মহানগরী কলকাতা থেকে সল্টলেক, নিউটাউন বা রাজ্যের বিভিন্ন জেলা শহর সর্বত্রই অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যখন রাজ্যের আইডেন্টিটি রক্ষার প্রয়াস শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তখন পাল্টা বিরোধিতা শুরু করেছে এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে উল্টে অবৈধ দখলদারদের পক্ষ নিয়েছেন। আর এই নিয়ে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সোচ্চার হয়েছেন বিজেপির ভূমিকায়। বামফ্রন্টের আমল থেকেই বাংলার ফুটপাত থেকে শুরু করে বহু সরকারি সম্পত্তিতে দখলদারদের হাত পড়ে। আর বরদাস্ত নয়, প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছেন কড়া পদক্ষেপের। অনিয়ম দেখলেই ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়েছে। যখন বাংলার স্বচ্ছতা ও নিয়মের শাসনে আনতে সচেষ্ট তখন বিরোধী দল বিজেপি পাল্টা সুর চড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মন্তব্য করেন, উচ্ছেদ অভিযান হলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো।

এই নিয়ে রাজনৈতিক মহলে তরজা অব্যাহত। তৃণমূলের কটাক্ষ, যেখানে অবৈধ দখলদারি উচ্ছেদ হচ্ছে তখন তাদের সমর্থন করছে বিরোধীদল। বাংলায় কী ওরা মগের মুলক বানাতে চাই।

বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও শুভেন্দু অধিকারী বিদ্যুৎ ভবন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। লোকসভা নির্বাচনে জমি হারানোর পর এই ইস্যুগুলোকে সামনে রেখে রাজনৈতিক আবহাওয়া গরমাগরম করার লক্ষ্য।

তাদের এই কৌশল বাংলার মানুষ কিভাবে নেয় সেটাই দেখার।

Related Articles