রাজ্যের খবর

লোকসভা ভোটে জয়লাভের পর আইএসএফ ছেড়ে তৃণমূলের ফেরার হিড়িক ভাঙড়ে

Trinamool left the ISF after winning the Lok Sabha polls

The Truth Of Bengal : আইএসএফ শিবিরের বড় ধাক্কা। চারজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দু হাজার কর্মী নিয়ে সদল বলে তৃণমূলে যোগদান করল isf নেতৃত্ব।

ভাঙড় দু’নম্বর ব্লকের চালতা বেড়িয়া অঞ্চলের আইএসএফের 4 জন পঞ্চায়েত সদস্য এদিন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গত লোকসভা ভোটে সায়নী ঘোষ জয়লাভ করার পরই কার্যত আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক দেখা গেল ভাঙড়ে । শওকত মোল্লার দাবি আগামী দিনে আরো যে সমস্ত আইএসএফ নেতৃত্ব রয়েছে সবাই একে একে তৃণমূলে যোগ দেবে।

যদিও যোগদান করা আইএসএস নেত্রীত্বের দাবি বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল, সেই কারণেই তারা তৃণমূলে যোগ দিয়েছে। গত লোকসভা ভোটেও নিজেদের এলাকায় আইএসএপের হয়ে ভোট করে জয়লাভ করলেও ভোটের পরই তৃণমূলের যোগ দিল আইএসএফ নেতৃত্ব থেকে কর্মীরা।

Related Articles