আন্তর্জাতিক
Trending

উল্কার আলোয় নীল হয়ে গেল স্পেন ও পর্তুগালের আকাশ, ভাইরাল ভিডিয়ো

Sky of Spain and Portugal turned blue due to meteor, viral video

The Truth of Bengal:  রাতের আকাশে অদ্ভুত দৃশ্য স্পেন এবং পর্তুগালে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক আশ্চর্য ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, আকাশ ঘন অন্ধকার। সেই নিকষ কালো আকাশ আচমকা হয়ে উঠল উজ্জ্বল নীল। একটা নীল রঙের বলয় থেকে এই আলোর শিখা ছড়িয়ে পড়ে। অন্য আর একটি ভিডিয়ো-তেও একই রকম ঘটনা সামনে এসেছে। দুটি ভিডিয়ো-তেই আলোর রঙ একই রকম মনে হয়েছে। উল্কা থেকে এই আলোর বিচ্ছুরণ বলে মনে ক্রা হচ্ছে। স্পেন আর পর্তুগালে কি তা হলে একই উল্কা দেখা গেল? উঠছে এই প্রশ্ন।

NASA-এর মতে, প্রতিদিন প্রায় 48.5 টন উল্কা উপাদান পড়ে পৃথিবীতে। যার প্রায় সমস্ত উপাদান পৃথিবীর বায়ুমণ্ডলে বাষ্পীভূত হয়ে যায়। পৃথিবী যখন ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিময় ধ্বংসাবশেষের পথের মধ্য দিয়ে যায়, তখন বার্ষিক বা নিয়মিত বিরতিতে উল্কাবৃষ্টি ঘটে। উল্কাবৃষ্টি সাধারণত একটি নক্ষত্র বা নক্ষত্রমণ্ডলের নামে নামকরণ করা হয়। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল Perseids। যা প্রতি বছর আগস্টে শীর্ষে থাকে।

স্পেন ও পর্তুগালে যে ঘটনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি অত্যাশ্চর্য নীল ফায়ার বল রাতের আকাশকে আলোকিত করছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন ভাইরাল। এর আগে উল্কাপাতে এমন উজ্জ্বল নীল রঙের আভা খুব একটা দেখা যায়নি।  যা অদৃশ্য হওয়ার আগে কয়েক সেকেন্ডের জন্য রাতের আকাশকে আলোকিত করে। ক্ষণস্থায়ী সেই নীল রঙের আকাশের ভিডিয়ো এখন ভাইরলা সামাজিক মাধ্যমে।

Related Articles