দেশ

শুধু বাংলা নয়, হু হু করে তাপমাত্রা বাড়ছে রাজধানী দিল্লিতেও,জারি করা হয়েছে কমলা সতর্কতা

Temperatures are rising in capital Delhi

The Truth of Bengal: মাঝে কিছুদিনের জন্য স্বস্তি দিলেও ফের তাপমাত্রা বেড়েছে শহর কলকাতায়। কেবল রাজ্যে নয় হু হু করে তাপমাত্রা বেড়ে চলেছে রাজধানী দিল্লিতেও। ইতিমধ্যেই দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। আইএমডির পক্ষ থেকে দিল্লিতে চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দেশ জুড়ে চলছে ভোটের মরশুম। চতুর্থ দফা পর্যন্ত দেশ জুড়ে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এখনও বাকি আছে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে ২০ মে কেবল দিল্লি নয়, পারদ চড়বে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব ও হরিয়ানাতেও।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ৪ দিনের মাথায় অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানাম, দক্ষিণ উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং রায়ালাসীমায়। ঝড় ও বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়াও। ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে চলতি বছর দেশ জুড়ে বর্ষা ঢোকার সম্ভাবনা অন্যান্য বছরের তুলনায় তাড়াতাড়ি হতে পারে।

অন্যান্য বছরে কেরলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বর্ষা ঢোকে। কিন্তু চলতি বছর কেরলে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আগামী ৩১ মে। তবে ২০ মে নিয়ে ফের চিন্তায় পড়ে গিয়েছে নির্বাচন কমিশন। কারণ চলতি বছর তীব্র দাবদাহের জেরে অনেকেই ভোট দিতে আসছেন না বলে ধারণা নির্বাচন কমিশনের। যার জেরে ২০১৯ এর চাইতে, চলতি বছর প্রথম ও দ্বিতীয় দফাতে ভোটের হার কমতে দেখা গেছে। তাই আগামী ২০ মে পঞ্চম দফায় দেশ জুড়ে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া, আর আইএমডির মতে এদিন একাধিক রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেদিন কি আবারও ভোটের হার কম হবে সেই নিয়ে ফের একবার চিন্তায় পড়ে গিয়েছে নির্বাচন কমিশন।

Related Articles