দেশ

Covishield-এর মতো পার্শ্বপ্রতিক্রিয়া Covaxin টিকায়ও, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Even with the Covaxin vaccine, side effects like Covishield are sensational in the study

The Truth of Bengal: করোনা থেকে বাঁচতে যারা Covishield ভ্যাকসিন নিয়েছিলেন, এখন তাদের অনেকের নানা পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসছে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। যারা Covaxin টিকা নিয়েছিলেন এবার তাদের জন্য উদ্বেগজনক তথ্য সামনে এল। Covaxin-এরও অনেক পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসছে। অল্পবয়সী মেয়েদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। গবেষণায় বলা হয়েছে, এই ভ্যাকসিন পাওয়ার পর কিশোরীদের মধ্যে থাইরয়েড রোগের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অ্যাস্ট্রাজেনেকা যারা কোভিশিল্ড তৈরি করে, সম্প্রতি তারা আদালতে স্বীকার করেছে যে এই ভ্যাকসিন কিছু লোকের মধ্যে গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। একইভাবে ভারত বায়োটেক কোম্পানির দেশীয় উদ্ভাবিত ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে একটি রিপোর্ট এসেছে। দাবি করা হয়েছে যে, এই ভ্যাকসিন পাওয়ার পর প্রায় এক বছর ধরে এর পার্শ্বপ্রতিক্রিয়া মোটামুটি সংখ্যক মানুষের মধ্যে দেখা গিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিশোরী বা কমবয়সী মেয়েরা। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া খুব গুরুতর ছিল।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষক শঙ্খ শুভ্র চক্রবর্তী ও তাঁর টিমের গবেষণার রিপোর্টে উঠে এসেছে, টিকা নেওয়া বেশিরভাগ লোকের মধ্যে এক বছরের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। গবেষণায় ১০২৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ৬৩৫ জন কিশোর ও ৩৯১ জন যুবক ছিল। তাদের সবাইকে টিকা দেওয়ার এক বছর পর ফলো-আপ চেকআপ করা হয়। গবেষণায় উঠে এসেছে ৩০৪জন কিশোর অর্থাৎ প্রায় ৪৮ শতাংশের মধ্যে ‘ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন’ দেখা গিয়েছে।

এছাড়াও ১০.৫ শতাংশ কিশোর-কিশোরীদের মধ্যে ‘সাবকুটেনিয়াস ডিসঅর্ডার’ পাওয়া গিয়েছে। সাধারণ ব্যাধি অর্থাৎ সাধারণ সমস্যা ১০.২ শতাংশের। স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা পাওয়া গিয়েছে ৪.৭ শতাংশ। একইভাবে ৮.৯ শতাংশ তরুণ-তরুণীর মধ্যে সাধারণ সমস্যা, পেSi, স্নায়ু, জয়েন্ট সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে।

করোনা অতিমারি থেকে রক্ষা পেতে দেশের অধিকাংশ মানুষ কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকা নিয়েছিলেন। কিন্তু, এখন জানা যাচ্ছে যে এই দুটি ভ্যাকসিনেরই মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসছে। প্রথমে সামনে এসেছিল Covishield ভ্যাকসিন। এবার Covaxin-এরও অনেক পার্শ্বপ্রতিক্রিয়া সামনে আসছে। যা উদ্বেগ বাড়াচ্ছে।